সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড। আর এই রেকর্ডটি গড়লেন ভারতীয় বংশোদ্ভূত এক ক্রিকেটার। ফিনল্যান্ডের জার্সি গায়ে ৬ বলে ৫ উইকেট নিয়ে অনন্য নজির এখন মহেশ তাম্বের নামে।
ক্রিকেটে এই অনামী দেশের হয়ে বিশ্বরেকর্ড গড়েছেন মহেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৮ বলে এই কীর্তি স্থাপন করেছেন মহেশ। স্টিফান গুচ, সাহিল চৌহান, মহম্মদ উসমান, রূপম বড়ুয়া এবং প্রণয় ঘিওয়ালার উইকেট নেন ডানহাতি এই মিডিয়াম পেসার।
এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার নজির ছিল বাহরিনের জুনেইদ আজিজের নামে। ২০২২ সালে জার্মানির বিরুদ্ধে ১০ বলে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। আজিজের আগে ২০১৭ সালে ১১ বলে ৫ উইকেট পেয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান।
এস্তোনিয়ায় টি-টোয়েন্টি সিরিজে মহেশ একাই বিপক্ষ শিবিরে ধস নামিয়ে দেন। প্রথমে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় এস্তোনিয়ার ইনিংস। একটা সময় তাঁদের রান ছিল ১ উইকেটে ৭২। সেখান থেকে একার হাতেই বিপক্ষের ইনিংসকে ছত্রভঙ্গ করে দেন মহেশ। ৩৭ রানে শেষ ৭ উইকেট হারায় এস্তোনিয়া। শেষমেশ ১০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে ফিনল্যান্ড।
