shono
Advertisement
Gautam Gambhir

গম্ভীরের 'টেম্পল রান', সিদ্ধিবিনায়কের পর ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে হাজির ভারতীয় কোচ

ইংল্যান্ড সিরিজের আগে ভক্তিরসে ডুবে টিম ইন্ডিয়ার হেডকোচ।
Published By: Prasenjit DuttaPosted: 03:37 PM May 18, 2025Updated: 03:56 PM May 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে ভক্তিরসে ডুবে টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর। ১৫ মে তিনি গিয়েছিলেন মুম্বইয়ের শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে। আর এদিন সপরিবারে তাঁকে দেখা গেল তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে। 

Advertisement

সাদা রঙের কুর্তা পরে দেখা যায় গম্ভীরকে। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নাতাশা জৈন এবং তাঁদের দুই মেয়ে আজিন এবং আনাইজা। ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের ভিডিও দ্রুত সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও নেটিজেনরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। একজন লেখেন, 'গম্ভীর সাহেব সবসময় গম্ভীর পরিস্থিতিতেই রয়েছে বলে মনে হচ্ছে।' সেই নেট নাগরিক হয়তো 'গম্ভীর পরিস্থিতি' বলতে বর্তমান সময়কেই তুলে ধরেছেন।

সামনেই টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফর। সেই সিরিজে রীতিমতো অ্যাসিড টেস্টের সামনে পড়তে হতে পারে গৌতম গম্ভীরকে। ইংল্যান্ডের সিমিং উইকেটে রোহিত, কোহলিকে ছাড়া ভারতীয় দল কতটা সফল হয় ভারতীয় ব্যাটাররা, সেই দিকেও নজর থাকবে। অনেকেই বলছেন, ইংল্যান্ড সিরিজে যাতে তিনি উতরে যান, সেই কারণে 'টেম্পল রান' করছেন গম্ভীর।

অনেকেই আবার টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির বিদায়কে মেনে নিতে পারেননি। সূত্রের খবর, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছিলেন কোহলি। জানা গিয়েছে, বর্তমান ম্যানেজমেন্টের অধীনে পর্যাপ্ত স্বাধীনতা পাচ্ছিলেন না বিরাট। তাছাড়া গম্ভীর পূর্ববর্তী জমানায় ড্রেসিং রুমে যে পরিবেশ ছিল, সেটাও নাকি উধাও। এই আকস্মিক ‘পরিবর্তন’ কোহলির টেস্ট অবসরকে ত্বরান্বিত করেছে বলে খবর। আর এই আবহে গম্ভীর গেলেন ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। ঠিক তখনই আর এক নেটিজেন লিখলেন, 'সমর্থকদের খুশি করবার জন্য সব কিছু করা যায়।' আসলে সমর্থকরা যে ক্ষুব্ধ, তা বোঝাই যাচ্ছে তাঁদের মন্তব্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।
  • ১৫ মে তিনি গিয়েছিলেন মুম্বইয়ের শ্রীসিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে।
  • আর এদিন সপরিবারে তাঁকে দেখা গেল তিরুমালায় ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতে। 
Advertisement