shono
Advertisement
Ajinkya Rahane

'নির্বাচকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম...', টেস্টে সুযোগ না পেয়ে বোর্ডকে নিশানা রাহানের!

আক্ষেপের সুর শোনা গেল অজিঙ্কে রাহানের গলায়।
Published By: Subhajit MandalPosted: 12:12 PM Jul 13, 2025Updated: 12:12 PM Jul 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দুবছর আগে তিনি দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন। তারপর থেকে জাতীয় দলে ‘ব্রাত্য’। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেও লাভ হয়নি। জাতীয় দলের বন্ধ দরজা কিছুতেই খুলছে না। তাতে খানিকটা আক্ষেপের সুর শোনা গেল অজিঙ্কে রাহানের গলায়। একপ্রকার অভিযোগের সুরে তিনি বললেন, "নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও জবাব পাইনি।"

Advertisement

২০২৩-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই ইনিংসে রান ছিল ১৩৫। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। অথচ সেটার পর আর টেস্ট ক্রিকেটে তাঁর কথা ভাবা হয়নি। তবু স্বপ্ন ছাড়ছেন না মুম্বইকর। নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলে চলেছেন। রান করছেন, মুম্বইকে নেতৃত্ব দিচ্ছেন। রনজি ট্রফি হোক বা সৈয়দ মুস্তাক আলি ট্রফি, সবই মুম্বইয়ে ঢুকেছে তাঁর অধিনায়কত্বে। এবার রনজিতে ১২ ম্যাচে তাঁর রান ৪৩৭ রান। এত কিছুর পরও যখন জাতীয় দলের দরজা খুলল না তখন বাধ্য হয়ে নিজেই যোগাযোগ করার চেষ্টা করেছিলেন জাতীয় নির্বাচকদের সঙ্গে। কিন্তু কোনও জবাব পাননি।

এই মুহূর্তে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট দেখতে লন্ডনে রাহানে। সেখানেই তিনি বললেন, "আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমি টেস্ট ক্রিকেটকে ভালোবাসি। সত্যি বলতে, আমি নির্বাচকদের সঙ্গে কথা বলারও চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও জবাব পাইনি।" হতাশ রাহানে বলছেন, "আমি সেটাই করতে পারি যেটা আমার হাতে আছে। আমি ভালো খেলার চেষ্টাটা করতে পারি। আমি টেস্ট ভালোবাসি। লাল বলের ক্রিকেট আমার ভালোবাসা।"

৩৫ বছরের রাহানে এখনও পর্যন্ত ৮৫টি টেস্ট খেলেছেন। ৮৫টি টেস্টে ৫০৭৭ রান করেছেন রাহানে। গড় ৩৮.৪৬। স্ট্রাইক রেট ৪৯.৫০। সঙ্গে রয়েছে ১২টি শতরান ও ২৬টি অর্ধশতরান। সর্বাধিক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৮৮ রান। তবে গত কয়েক বছর ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। আর তাই টিম ইন্ডিয়ার সংসারে ব্রাত্য। অথচ এই সময় আরও অনেকে জাতীয় দলের হয়ে খেলেছেন যারা নিয়মিত পারফর্ম করেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রায় দুবছর আগে তিনি দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন।
  • ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করেও লাভ হয়নি।
  • খানিকটা আক্ষেপের সুর শোনা গেল অজিঙ্কে রাহানের গলায়।
Advertisement