shono
Advertisement
T20 World Cup

টি-২০ বিশ্বকাপে নতুন সহ-অধিনায়ক? গিলের জায়গায় কার হয়ে ভোট প্রাক্তন ক্রিকেটারের

ফর্মের ক্রমাবনতির ফলে তারকা ব্যাটারকে নিয়ে কম সমালোচনা হচ্ছে না।
Published By: Prasenjit DuttaPosted: 04:40 PM Dec 19, 2025Updated: 04:40 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আহমেদাবাদে তিনি খেলবেন কি না, সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই। তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে কামব্যাকের পর থেকে এই ফরম্যাটে তাঁর ফর্মের অবস্থা তথৈবচ। ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গিলকেই কি দেখা যাবে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসাবে? প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া অবশ্য মনে করছেন, গিলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে গিলকে সহ-অধিনায়ক নাও দেখা যেতে পারে। এক্ষেত্রে বিকল্প কে? সেই নামও অবশ্য বলেছেন তিনি।

Advertisement

চলতি বছর এশিয়া কাপের আগে গিলকে অধিনায়ক সূর্যকুমারের সহকারী ঘোষণা করা হয়েছিল। তবে ফর্মের ক্রমাবনতির ফলে তারকা ব্যাটারকে নিয়ে কম সমালোচনা হচ্ছে না। এই পরিস্থিতিতে ইউটিউব চ্যানেলে প্রাক্তন ওপেনার বলেন, "আমার মতে, এই দলে অভিষেক শর্মা, শুভমান গিল এবং সঞ্জু স্যামসন তিনজনই ওপেনার হিসাবে থাকবেন। সঞ্জুকে আমি দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দেখছি। ও একজন ভালো ওপেনারও। অভিষেক শর্মাকে নিয়ে আলাদা করে কী আর বলব? আমার মনে হয়, বিশ্বকাপে ও সর্বোচ্চ রান করতে পারে।"

তিনি আরও বলেন, "বিশ্বকাপের স্কোয়াডে এত তাড়াতাড়ি শুভমান গিলকে সহ-অধিনায়ক হিসাবে না ভাবাই ভালো। এই মুহূর্তে আমি জোর দিয়ে বলব না যে, আসন্ন বিশ্বকাপে গিলই সহ-অধিনায়ক। টিম ম্যানেজমেন্ট চাইলে সহ-অধিনায়কের জায়গাটা মুক্ত রাখতে পারে। তেমন বুঝলে হার্দিক পাণ্ডিয়াকেও ওই জায়গায় নিযুক্ত করতে পারে।

এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছিলেন শুভমান গিল। এরপর থেকে ওপেন নামছেন। শেষ ছ’টি টি-টোয়েন্টিতে তাঁর রান যথাক্রমে ০, ৪, ২৯*, ৪৬, ১৫, ৫। দলে ফিরে আসার পর থেকে ১৪ ইনিংসে তাঁর রান মাত্র ২৬৩। গড় ২৩.৯০। স্ট্রাইকরেট ১৪২.৯৩। এরমধ্যে একটিও হাফসেঞ্চুরি নেই। রবিবার ধরমশালায় এর সঙ্গে জুড়েছে ২৮ রানের ইনিংস। সেই কারণেই প্রশ্ন উঠছিল, এবার কি বাদ পড়বেন গিল? আর এই আবহে উঠে এল প্রাক্তন ক্রিকেটারের নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আহমেদাবাদে তিনি খেলবেন কি না, সে ব্যাপারে এখনও কোনও নিশ্চয়তা নেই।
  • তবে এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে কামব্যাকের পর থেকে এই ফরম্যাটে তাঁর ফর্মের অবস্থা তথৈবচ।
  • ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে গিলকেই কি দেখা যাবে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসাবে?
Advertisement