shono
Advertisement

Breaking News

Akash Deep

জাদেজার পর আকাশ দীপ, ইংরাজি না বলার 'অপরাধে' অজি মিডিয়ার তোপে তারকা পেসার

ভারত নাকি অজি মিডিয়ার মুখোমুখি হতেই চাইছে না, দাবি সংবাদমাধ্যমের।
Published By: Anwesha AdhikaryPosted: 04:19 PM Dec 22, 2024Updated: 04:19 PM Dec 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জাদেজার পর এবার আকাশ দীপ। ইংরাজিতে কথা না বলার 'অপরাধে' অজি মিডিয়ার রোষে পড়তে হল আরও এক ভারতীয় ক্রিকেটারকে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের দাবি, ভারত তাঁদের প্রশ্নের জবাব দিতেই চাইছে না। তাই এমন ক্রিকেটারদের সাংবাদিক সম্মেলনে পাঠানো হচ্ছে যাঁরা ইংরাজিতে কথা বলেন না।

Advertisement

মেলবোর্নে মাত্র তিনটি প্র্যাক্টিস সেশন রয়েছে ভারতের। ফলে ভারতীয় মিডিয়ার কাছে খুব বেশি সুযোগ থাকছে না ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার। সেটা বিবেচনা করেই ম্যানেজমেন্ট থেকে ভারতের সাংবাদিকদের জন্য শনিবার সময় বের করা হয়। সেখানে হিন্দিতে প্রশ্নের উত্তর দেন জাদেজা। তবে সময় কম থাকায় সবাই প্রশ্ন করার সুযোগ পাননি। কিন্তু অজি সংবাদমাধ্যমের অভিযোগ কেন ইংরেজি প্রশ্নের উত্তর দিলেন না তিনি? জাদেজা কি ইচ্ছাকৃত অজি মিডিয়াকে অবজ্ঞা করলেন? সেখানেই বিরক্তি প্রকাশ করতে থাকে তারা।

গোটা ঘটনা নিয়ে তুমুল বিতর্ক ছড়ায়। এহেন পরিস্থিতিতে রবিবার সাংবাদিক সম্মেলনে পাঠানো হয় আকাশকে। ভারতীয়দের পাশাপাশি অজি সাংবাদিকরাও সেখানে হাজির ছিলেন। জাদেজা বিতর্ক নিয়ে তাঁরা প্রশ্ন করতে চান বঙ্গ পেসারকে। চ্যানেল ৭ নামে একটি সংবাদমাধ্যমের তরফে ভারতীয় সাংবাদিকদের কাছে অনুরোধ করা হয়, তাঁরা যেন এই প্রশ্নটাই হিন্দিতে করেন। কিন্তু ভারতীয় সাংবাদিকরা এই প্রশ্ন করতে চাননি আকাশকে। অজিদের দাবি, সাংবাদিক সম্মেলনে হিন্দিতে যা কথোপকথন হয়েছে সেগুলো সংক্রান্ত কোনও সহযোগিতা করেননি ভারতীয়রা।

উল্লেখ্য, দিনকয়েক আগে ভারতীয় দল মেলবোর্নে পৌঁছতেই অজি মিডিয়ার সঙ্গে সংঘাত শুরু হয়। জোর করে বিরাট কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ ওঠে এই চ্যানেল ৭-এর এক সাংবাদিকের বিরুদ্ধে। রবিবার আকাশের সাংবাদিক সম্মেলনের পর তাদের দাবি, ভারত নাকি অজি মিডিয়ার মুখোমুখি হতেই চাইছে না। প্রসঙ্গত, অজি মিডিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ বয়কট করেছে ভারত। সবমিলিয়ে, মাঠের মধ্যের দ্বৈরথ উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরেও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেলবোর্নে মাত্র তিনটি প্র্যাক্টিস সেশন রয়েছে ভারতের। ফলে ভারতীয় মিডিয়ার কাছে খুব বেশি সুযোগ থাকছে না ক্রিকেটারদের মুখোমুখি হওয়ার।
  • অজিদের দাবি, সাংবাদিক সম্মেলনে হিন্দিতে যা কথোপকথন হয়েছে সেগুলো সংক্রান্ত কোনও সহযোগিতা করেননি ভারতীয়রা।
  • দিনকয়েক আগে ভারতীয় দল মেলবোর্নে পৌঁছতেই অজি মিডিয়ার সঙ্গে সংঘাত শুরু হয়। জোর করে বিরাট কোহলির সন্তানদের ছবি তোলার অভিযোগ ওঠে এই চ্যানেল ৭-এর এক সাংবাদিকের বিরুদ্ধে।
Advertisement