shono
Advertisement
Hernan Fennell

ষষ্ঠ বোলার হিসেবে ডবল হ্যাট্রট্রিক, টি-টোয়েন্টিতে নয়া নজির মেসির দেশের ক্রিকেটারের

এর আগেও হ্যাটট্রিকের নজির রয়েছে আর্জেন্টিনার এই ক্রিকেটারের।
Published By: Arpan DasPosted: 02:02 PM Dec 16, 2024Updated: 02:02 PM Dec 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-মারাদোনার দেশ আর্জেন্টিনা। ক্রীড়াবিশ্বে পরিচিত ফুটবলের জন্যই। এবার ক্রিকেটের রেকর্ড বইয়েও নাম উঠল নীল-সাদা জার্সিধারীদের। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ডবল হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার হার্নান ফেনেল। ক্রিকেট দুনিয়ার ষষ্ঠ বোলার হিসেবে এই রেকর্ড গড়লেন তিনি।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনার ম্যাচ ছিল কেম্যান আইল্যান্ডের বিরুদ্ধে। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। ম্যাচের শেষ ওভারে ঝড় তোলেন হার্নান। পর পর চার বলে তিনি ফিরিয়ে দেন কেম্যান আইল্যান্ডের চার ব্যাটারকে। তাঁর ডবল হ্যাটট্রিকের সৌজন্যে কেম্যান দল থেমে যায় ১১৬ রানে। ম্যাচে যদিও জয় পায়নি আর্জেন্টিনা। ৯৪ রানে অলআউট হয়ে যায় তারা। কেম্যান আইল্যান্ড ম্যাচ জেতে ২২ রানে।

তা সত্ত্বেও চর্চায় হার্নানের রেকর্ড। তাঁকে নিয়ে এখনও পর্যন্ত ছয়জন আন্তর্জাতিক ক্রিকেটে এই নজির গড়তে পেরেছেন। ২০০৭-এ টি-টোয়েন্টিতে ডবল হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। এছাড়া আফগানিস্তানের রশিদ খান, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার, লেসেথোর ওয়াসিম ইয়াকুবরের নামে এই রেকর্ড আছে।

তবে ফেনেলের কীর্তি এখানেই শেষ নয়। এর আগে ২০২১ সালে পানামার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন আর্জেন্টিনীয় বোলার। দুটো হ্যাটট্রিক আছে, এমন বোলারের তালিকায় ষষ্ঠ স্থানে ঢুকে পড়লেন ফেনেল। মাল্টার ওয়াসিম আব্বাস, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, সার্বিয়ার মার্ক পাভলোভিচ, নিউজিল্যান্ডের টিম সাউথি ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার এই রেকর্ড রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মেসি-মারাদোনার দেশ আর্জেন্টিনা। ক্রীড়াবিশ্বে পরিচিত ফুটবলের জন্যই।
  • এবার ক্রিকেটের রেকর্ড বইয়েও নাম উঠল নীল-সাদা জার্সিধারীদের।
  • পরের টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ডবল হ্যাটট্রিক করলেন আর্জেন্টিনার হার্নান ফেনেল।
Advertisement