রাজর্ষি গঙ্গোপাধ্যায়: কেরিয়ারের একেবারে শেষলগ্নে এসে তাঁর বোলিং নিয়ে কাটাছেঁড়া। পরীক্ষা না দিলে বল করার ছাড়পত্র মিলবে না, সাফ জানিয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কিন্তু ৩৭ বছর বয়সে এসেও নতুন লড়াই শুরু করতে পিছপা নন তিনি। আইসিসি নিষিদ্ধ করতেই নেমে পড়েছেন নতুন যুদ্ধে। প্রতিজ্ঞা, পরীক্ষা দিয়ে পাশ করে 'নিষিদ্ধ' বোলারের তকমা ঘোচাতে হবে। তিনি, শাকিব আল হাসান।
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পর আইসিসিও জানিয়েছে, শাকিবের বোলিং অ্যাকশন নিয়মবিরুদ্ধ। তাই কোনও ম্যাচে আর বল করতে পারবেন না প্রাক্তন বিশ্বসেরা অলরাউন্ডার। স্রেফ ব্যাটার হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে রাখবে বাংলাদেশ? উঠে যায় সেই প্রশ্নও। তবে শাকিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বোলিং অ্যাকশনের পরীক্ষায় বসবেন। পাশ করে ফেল বল হাতে ম্যাচে নামবেন। সেই পরীক্ষা দিতে ভারতে আসছেন শাকিব। চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে আগামী ২১ ডিসেম্বর পরীক্ষা দেবেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, চেন্নাইয়ের এই পরীক্ষাকেন্দ্র থেকে ছাড়পত্র পেয়েছিলেন কিংবদন্তি মুথাইয়া মুরলীধরণও।
জানা গিয়েছে, ঘণ্টাদুয়েক পরীক্ষা দিতে হবে শাকিবকে। বল করার সময়ে তাঁর দেহের সঙ্গে কিছু তারের সংযোগ থাকবে। তার ভিত্তিতেই পরীক্ষা করে দেখা হবে, বল করার সময়ে শাকিব চাক করছেন কিনা। যদি চেন্নাইয়ের পরীক্ষা শেষে পদ্মাপাড়ের অলরাউন্ডার ছাড়পত্র পেয়ে যান, তাহলে আবার বল করতে পারবেন তিনি। ইসিবি বা আইসিসির নিষেধাজ্ঞা তখন আর ধোপে টিকবে না। ২১ ডিসেম্বর যদি শাকিব পাশ করে যান, তাহলে পরের ম্যাচগুলিতে ব্যাটিং-বোলিং সবই করতে পারবেন।
কিন্তু গোটা বিষয়টিতে যথেষ্ট অসন্তুষ্ট শাকিবের ঘনিষ্ঠমহল। তাঁদের প্রশ্ন, এত বছর ধরে নানা মঞ্চে খেললেন তারকা অলরাউন্ডার। আগামী বছর হয়তো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন। তাহলে এতদিন পরে কেন প্রশ্ন উঠল প্রাক্তন টাইগার অধিনায়কের বোলিং অ্যাকশন নিয়ে? অনেকেই মনে করছেন, ইংল্যান্ড ক্রিকেটে বর্ণবিদ্বেষের জেরেই এমন আচরণ শাকিবের সঙ্গে। ক্ষুব্ধ শাকিব সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, আর কোনওদিন কাউন্টি খেলবেন না। শেষ পর্যন্ত কি ভারতের মাটিতে 'শাপমুক্তি' ঘটিয়ে প্রত্যাবর্তন ঘটাতে পারবেন বোলার শাকিব?