সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক ওভারে পাঁচ ছক্কা খেয়েছে ছেলে। সেই ম্যাচের মধ্যেই মৃত্যু বাবার! মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল এশিয়া কাপ (Asia Cup 2025)। বৃহস্পতিবার এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেছিল আফগানিস্তান। সেই ম্যাচে স্পিনার দুনিথ ওয়েলালাগের (Dunith Wellalage) এক ওভারে পাঁচটি ছক্কা মারেন আফগান ব্যাটার মহম্মদ নবি। ম্যাচের পরেই জানা যায়, খেলা চলাকালীনই প্রয়াত হয়েছেন দুনিথের বাবা সুরাঙ্গা ওয়েলালাগে।
বৃহস্পতিবার আফগানিস্তান টসে জিতে ব্যাটিং নিলেও সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেনি টপ অর্ডার। ব্যতিক্রম নবি। ফাইনাল ওভারে ওয়েলালাগেকে পরপর পাঁচটি ছয় মারেন। শেষ বলে ছয় মারলে ছয় ছক্কার নজির গড়তে পারতেন। কিন্তু রানআউট হয়ে যান ২২ বলে ৬০ রানের মারকাটারি ইনিংস খেলে। তবে ইনিংসের শেষে দুনিথের পরিসংখ্যান ভয়াবহ। একটি মাত্র উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার স্পিনার। ৪ ওভারে দিয়েছেন ৪৯ রান।
শেষ পর্যন্ত অবশ্য ব্যাটারদের দাপটে ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। কিন্তু খেলা শেষ হওয়ার পরেই দুঃসংবাদ পান ওয়েলালাগে। ম্যাচের শেষে দুনিথ মাঠ থেকে বেরনোর পর তাঁর সঙ্গে কথা বলতে দেখা যায় লঙ্কান কোচ সনৎ জয়সূর্য এবং টিম ম্যানেজারকে। তখনই দুনিথ জানতে পারেন, খেলা চলাকালীনই হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর বাবার। তাই ম্যাচ জিতেও কোনও উৎসব করেনি শ্রীলঙ্কা টিম। ড্রেসিংরুমের পরিবেশও থমথমে ছিল। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই শোকপ্রকাশ করেছেন। এমনকি শোকপ্রকাশ করে বার্তা দিয়েছেন আফগান ক্রিকেটার নবিও।
বাবার শেষকৃত্যে যোগ দিতে শ্রীলঙ্কায় ফিরছেন দুনিথ, এমনটাই জানা গিয়েছে। উল্লেখ্য, শনিবারই বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে ওয়েলালাগেকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত, সুরাঙ্গা ওয়েলালাগে নিজেও ক্রিকেট খেলতেন। কলেজ দলকে নেতৃত্বও দিয়েছেন। তবে জাতীয় দলে সুযোগ পাননি।
