সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ নভেম্বর ২০১৪। আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে রয়ে গিয়েছে সেই দগদগে ক্ষত। ক্রিকেট মাঠ কেড়ে নিয়েছিল একটি প্রাণবন্ত জীবন। বিপক্ষ বোলারের ডেলিভারির আঘাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ২৫ বছরের অজি ব্যাটসম্যান ফিল হিউজ। দশ বছর কেটে গেলেও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে আজও উজ্জ্বল প্রতিভাবান এই ক্রিকেটার। প্রয়াণের ১০ বছর পর হিউজের স্মরণে কালো ব্যান্ড পরে পিঙ্ক বল টেস্টে খেলতে নামল অস্ট্রেলিয়া।
২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে গিয়ে পেসার শন অ্যাবটের বাউন্সার আছড়ে পড়ে হিউজের ঘাড়ে। দুদিন হাসপাতালে লড়াই করার পরে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তরুণ ক্রিকেটার। এমন ঘটনায় শোকে মুহ্যমান হয়ে পড়েছিল গোটা ক্রিকেটদুনিয়া। মর্মান্তিক সেই ঘটনার ১০ বছর পূরণ হয়েছে গত ২৭ নভেম্বর। সেদিনের পরে শুক্রবার প্রথম খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সেই ম্যাচে হাতে কালো ব্যান্ড পরেছেন প্রত্যকে অজি ক্রিকেটার। তবে শুধু হিউজ নন, প্রাক্তন অজি ব্যাটার ইয়ান রিচি রেডপ্যাথের স্মৃতির উদ্দেশ্যেও এদিন কালো ব্যান্ড পরেছেন প্যাট কামিন্সরা। গত ১ ডিসেম্বর প্রয়াত হয়েছেন রিচি।
উল্লেখ্য, শুক্রবার থেকে অ্যাডিলেডে শুরু হয়েছে দিনরাতের টেস্ট। গোলাপি বলের টেস্ট শুরু হওয়ার আগে বর্ডার-গাভাসকর ট্রফি মাঠে নিয়ে আসেন হরভজন সিং এবং রিকি পন্টিং। দুই দলের জাতীয় সংগীত গেয়েছেন বিশেষ অতিথিরা। এদিন তিনটি পরিবর্তন হয়েছে ভারতীয় দলে। অধিনায়ক রোহিত শর্মা ফিরেছেন। চোট সারিয়ে রানে ফেরা শুভমান গিলকেও রাখা হয়েছে প্রথম একাদশে। পারথ টেস্টে বাদ পড়লেও গোলাপি বলের ম্যাচে ফের ভারতীয় দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত।