shono
Advertisement
BCCI

এবার ঘরোয়া ক্রিকেটারদের দেখভালের দায়িত্বও বিসিসিআইয়ের, চোট পেলে নিখরচায় চিকিৎসা

বোর্ডের এই প্রকল্পের প্রশংসায় ভিভিএস লক্ষ্মণ।
Published By: Anwesha AdhikaryPosted: 06:18 PM Oct 01, 2024Updated: 06:18 PM Oct 01, 2024

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দেশের সমস্ত ক্রিকেটারদের দেখভাল করবে বিসিসিআই। চোট-আঘাত পেলে চিকিৎসা থেকে শুরু করে রিকভারি, সমস্ত খরচ বহন করবে বোর্ড। অ্যাথলিট মনিটরিং সিস্টেমের মাধ্যমে দেশের সমস্ত ক্রিকেটারের উপর নজর রাখা হবে। বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে সমস্ত ক্রিকেটারদের চিকিৎসা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

মঙ্গলবার বোর্ডের তরফে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে চিঠি দেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রত্যেকটি রাজ্য ক্রিকেট সংস্থাকে তিনি বলেন, অ্যাথলিট মনিটরিং সিস্টেমের মাধ্যমে দেশের সমস্ত ক্রিকেটারদের উপরে নজরদারি চলবে। বেঙ্গালুরুতে তৈরি হওয়া নতুন সেন্টার অফ এক্সিলেন্সে এসে রিহ্যাব করতে পারবেন ক্রিকেটাররা। তাঁদের দেখভালের যাবতীয় খরচ বহন করবে বিসিসিআই।

রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে বোর্ডের তরফে জানানো হয়েছে, তারা যেন অ্যাথলিট মনিটরিং সিস্টেমের অংশ নিতে এগিয়ে আসেন। উল্লেখ্য, এর আগে কোনও ক্রিকেটার চোট পেলে তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিত রাজ্যের ক্রিকেট সংস্থাই। এবার ক্রিকেটারদের আরও উন্নত পরিষেবা দেবে বিসিসিআই। উল্লেখ্য, বোর্ডের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন ভিভিএস লক্ষ্মণ।

পুরনো ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকেই নতুন করে সাজিয়ে তৈরি করা হয়েছে বিসিই। অত্যাধুনিক এই সেন্টার ক্রিকেটারদের ফিটনেস ধরে রাখার ক্ষেত্রে সাহায্য করবে বলেই মনে করছেন লক্ষ্মণ। তাঁর কথায়, "শুধু ভবিষ্যৎ প্রজন্মই নয়, দেশের বর্তমান ক্রিকেটাররাও এই সেন্টার ব্যবহার করে উপকৃত হবে। তাতে তিন ফর্ম্যাটে এভাবেই দাপট দেখাতে সুবিধা হবে ভারতের। আর এটাই বোর্ডের লক্ষ্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মঙ্গলবার বোর্ডের তরফে রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে চিঠি দেন বিসিসিআই সচিব জয় শাহ।
  • রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে বোর্ডের তরফে জানানো হয়েছে, তারা যেন অ্যাথলিট মনিটরিং সিস্টেমের অংশ নিতে এগিয়ে আসেন।
  • পুরনো ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিকেই নতুন করে সাজিয়ে তৈরি করা হয়েছে বিসিই।
Advertisement