সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচে বিরাট রান তাড়া করে বিদর্ভের বিরুদ্ধে জিতেছিল বাংলা। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে বরোদার কাছে কোনও রকমে ২০০ রান টপকেই থেমে যায় অভিমন্যু ঈশ্বরণদের ইনিংস। ক্রুণাল পাণ্ডিয়ার দল যা ৪ উইকেট হাতে নিয়ে তুলে দেয়। আমির গোনি, শাহবাজ আহমেদরা বল হাতে চেষ্টা করেও বাংলাকে জেতাতে পারেননি।
প্রথম ম্যাচে ৩৮৩ রান তাড়া করে জেতে বাংলা। অভিষেক পোড়েল, অভিমন্যু, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ বাংলার ব্যাটারদের প্রায় প্রত্যেকেই বড় রান করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে চরম বিপর্যয়। রাজকোটে বরোদা দলের হয়ে এদিনও নামেননি হার্দিক পাণ্ডিয়া। কিন্তু রাজ লিম্বানির পাঁচ উইকেটের সামনে ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলা। আগের ম্যাচে অসমের বিরুদ্ধেও ৩ উইকেট পেয়েছিলেন বরোদা পেসার। ক্রুণাল পাণ্ডিয়া বাংলার তিন ব্যাটারকে ফেরান। সর্বোচ্চ রান অনুষ্টুপের (৪৭)। এছাড়া অভিষেক (৩৮) ও করণ লাল (৪০) রান করেন। শেষ পর্যন্ত ২০৫ রানে বাংলা অলআউট হয়ে যায়।
রানটা একেবারেই কঠিন নয়। বিশেষ করে প্রিয়াংশু মোলিয়ারা যে ফর্মে আছেন, তাতে অনায়াসে রান তুলে নিতে পারত বরোদা। সেটা তুলে নিল ঠিকই, তবে বাংলার বোলাররা যথেষ্ট বেগ দিলেন। শুরুতেই মিতেশ প্যাটেল ফেরান মহম্মদ শামি। কিন্তু শাশ্বত রাওয়াত, ক্রুণাল পাণ্ডিয়ারা ধীরেসুস্থে বরোদাকে জয়ের দিকে এগিয়ে দিচ্ছিলেন। তবে শাহবাজ আহমেদ, আমির গোনিরা শেষের দিকে চেষ্টা করেছিলেন। ৭ রানের মধ্যে বরোদার চার উইকেট ফেলে দিয়েছিলেন বাংলার বোলাররা। তবে শেষরক্ষা হয়নি। ৩৮.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য পর্যাপ্ত রান তুলে নেয় বরোদা।
