shono
Advertisement

Breaking News

Rohit Sharma

প্রিয় পুল শটের টোপেই আউট! চিনে নিন রোহিতকে শূন্য রানে ফেরানো পেসার দেবেন্দ্রকে

হিটম্যানের উইকেট তাঁর কেরিয়ারে অন্যতম সেরা হয়ে থাকবে।
Published By: Prasenjit DuttaPosted: 08:04 PM Dec 26, 2025Updated: 08:04 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজয় হাজারেতে আট বছর পর ফিরে ৯৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ছন্দপতন। শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই গোল্ডেন ডাকে আউট হয়েছেন হিটম্যান। তাও আবার পুল শট মারতে গিয়ে। প্রাক্তন ভারত অধিনায়ককে আউট করেছেন যিনি, সেই দেবেন্দ্র সিং বোরাকে নিয়েই এখন আলোচনা তুঙ্গে। 

Advertisement

কোনও বোলারকে তাঁর প্রিয় পুল শটে বাউন্ডারির বাইরে পাঠানো একপ্রকার অভ্যাস করে নিয়েছেন রোহিত। খুব কম ক্ষেত্রেই পুল হাঁকাতে গিয়ে আউট হয়েছেন তিনি। শুক্রবার সেই 'বিরল' দিন। হিটম্যানকে যে পুল শটের 'টোপে' আউট করা যায়, তা দেখিয়েছেন ২৫ বছরের এই বোলার। দু'বারের প্রচেষ্টায় রোহিতের ক্যাচ নেন জগমোহন নাগারকোটি। রোহিতের উইকেট যে দেবেন্দ্রর কেরিয়ারে অন্যতম সেরা হয়ে থাকবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

গত বছর মণিপুরের বিরুদ্ধে লিস্ট 'এ' ম্যাচে অভিষেক হয়েছিল দেবেন্দ্রর। আর এদিন মুম্বইয়ের বিরুদ্ধে কেরিয়ারের তৃতীয় লিস্ট 'এ' ম্যাচে নেমে প্রথম ওভারেই রোহিতকে আউট করলেন। এর আগের ম্যাচেও উত্তরাখণ্ডের এই পেসার হিমাচলপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেছিলেন। ৪৪ রানে নিয়েছিলেন ৪ উইকেট। মুম্বইয়ের বিরুদ্ধে নেন ৩ উইকেট। দু'ম্যাচে ৭ উইকেট পাওয়া দেবেন্দ্রর এখনও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি। উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর জায়গা হয়নি।

তিনটি লিস্ট 'এ' ম্যাচ ছাড়াও বোরা ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৩০টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে। বাংলার বিরুদ্ধে অক্টোবরে রনজিতে নিয়েছিলেন ৭৯ রানে ৬ উইকেট। ডিসেম্বরের শুরুতে ২৫-এ পা রাখেন তিনি। উত্তরাখণ্ড প্রিমিয়ার লিগের অসাধারণ পারফরম্যান্স করে তিনি নজরে আসেন। দেরাদুন ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, বোরা উইকেট পেলেও জয় পায়নি তার দল। প্রথমে ব্যাটিং করে ৩৩১ রান তোলে মুম্বই। জবাবে ২৮০-র বেশি করতে পারেনি উত্তরাখণ্ড। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিজয় হাজারেতে আট বছর পর ফিরে ৯৪ বলে ১৫৫ রানের ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা।
  • শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই গোল্ডেন ডাকে আউট হয়েছেন হিটম্যান। তাও আবার পুল শট মারতে গিয়ে।
  • প্রাক্তন ভারত অধিনায়ককে আউট করেছেন যিনি, সেই দেবেন্দ্র সিং বোরাকে নিয়েই এখন আলোচনা তুঙ্গে। 
Advertisement