সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে স্বপ্নের অভিষেক ঘটেছে বৈভব সূর্যবংশীর। রেকর্ড গড়ে সেঞ্চুরি করেছে ১৪ বছরের কিশোর। মাত্র ৭ ইনিংসে তার নামের পাশে ২৫২ রান। এবার কি জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে বৈভব? তেমনটাই কিন্তু মনে করেন তার কোচ। আর যদি তাঁর ভবিষ্যদ্বাণী সত্যি হয়, তাহলে কিন্তু শচীন তেণ্ডুলকরের রেকর্ডও ভেঙে ফেলতে পারে বৈভব।
দুরন্ত আইপিএল মরশুম শেষে এবার জাতীয় দলের জার্সিতে আগুন ঝরানোর পালা। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলে সুযোগ পেয়েছে বিহারের ক্রিকেটার। জুন-জুলাইয়ে ইংল্যান্ড সফর রয়েছে। তার আগে বিহারের অনূর্ধ্ব-১৯ দলের কোচ অশোক কুমার মনে করেন, বৈভবকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখা সময়ের অপেক্ষা। তবে সেটা এখনই নয়, দু'বছর পর।
অশোক বলছেন, "ও ছোটবেলা থেকেই একার হাতে ম্যাচ জেতাতে পারে। সেরকম গুজরাটের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছে। রাহুল দ্রাবিড় স্যর ও বিক্রম রাঠোর স্যরের হাতে ওর ব্যাটিংয়ের শক্তি বেড়েছে। এখন পরিস্থিতি বুঝে খেলছে। আমার মতে, ওর ভবিষ্যৎ খুব উজ্জ্বল। যদি ফিটনেস ধরে রাখতে পারে, ফিল্ডিং ভালো করতে পারে, তাহলে ২ বছরের মধ্যে ভারতের টি-টোয়েন্টি দলে খেলবে।"
বৈভবের এখন বয়স ১৪ বছর ৫৫ দিন। দু'বছর পর ধরলে বয়স হবে ১৬ বছর। পুরুষদের ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে অভিষেকের নজির আছে শচীন তেণ্ডুলকরের। ১৯৮৯ সালে মাত্র ১৬ বছর ২০৫ বয়সে অভিষেক হয় তাঁর। সেই রেকর্ড কি ভাঙতে পারবে বৈভব? অশোকের বক্তব্য, "আমার তো মনে হয় বিসিসিআই ওকে একটা সুযোগ দেবেই। যদি দুই-চারজন প্লেয়ারকে বিশ্রাম দেওয়া হয়, তাহলে দেখা যাবে বাকিদের বয়স ২৫-র কম।" একইসঙ্গে তিনি চান বৈভব নিজের আক্রমণাত্মক খেলাই বজায় রাখুন।
