সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাডিলেডে হারার পর কামব্যাকের জন্য মরিয়া টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাসকর ট্রফির ফলাফল বর্তমানে ১-১। পরের লড়াই ব্রিসবেনে। যে গাব্বায় গতবার তেরঙ্গা উড়িয়ে এসেছিলেন ঋষভ পন্থরা। ভেঙেছিলেন অস্ট্রেলিয়ার 'অহংকার'। সেখানে নামার আগে রোহিত-গম্ভীরদের পরামর্শ দিলেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে বিরাট কোহলির নয়া পরিকল্পনা ফাঁস করলেন হরভজন সিং।
অ্যাডিলেডে ১০ উইকেটে হেরেছে ভারত। ব্যাটে-বলে টেক্কা দিয়েছে অস্ট্রেলিয়া। গাব্বার লড়াইয়ের আগে চেতেশ্বর পূজারা মনে করেন, রবিচন্দ্রন অশ্বিনকে প্রথম একাদশ থেকে বাদ দেওয়া উচিত। সেই জায়গায় ফেরানো দরকার ওয়াশিংটন সুন্দরকে। পূজারার বক্তব্য, "আমার মতে একটাই পরিবর্তন আসা উচিত। যেহেতু ব্যাটিং ভালো হয়নি, তাই অশ্বিনের জায়গায় ওয়াশিংটন সুন্দরের আসা দরকার।"
আর হর্ষিত রানা? অ্যাডিলেডে তাঁর বোলিং একেবারেই নজর কাড়েনি। পূজারা অবশ্য তরুণ পেসারের পাশেই দাঁড়াচ্ছেন। তিনি বলছেন, "হর্ষিত রানার জায়গায় অন্য কাউকে আনার দরকার নেই। তুমি ওকে সমর্থন জুগিয়েছ। আর প্রথম টেস্টে ও যথেষ্ট ভালো খেলেছে। একটা ম্যাচ খারাপ খেলেছে বলেই, হর্ষিতকে বাদ দেওয়া যায় না।"
অন্যদিকে প্রথম টেস্টে সফল হলেও অ্যাডিলেডে রান পাননি কোহলি। সেই দুর্বলতা কাটাতে অনুশীলন শুরু করে দিয়েছেন তিনি। কী পরিবর্তন এসেছে কোহলির ব্যাটিংয়ে? হরভজন বলছেন, "বিরাট ফ্রন্ট ফুটের প্লেয়ার। ভারতের মাটির বাউন্স সামলানোর জন্য সেটাই অস্ত্র। কিন্তু অস্ট্রেলিয়ার বাউন্স সামলাতে হলে ব্যাকফুটে ভালো খেলতে হবে। আজ দেখলাম ও ব্যাকফুটে প্রচুর বল খেলছে। গাব্বায় এই ধরনের বলের মোকাবিলা করতে হবে। সেটার জন্যই চেষ্টা করছে বিরাট।"