সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন রোহিত শর্মা। মুম্বইয়ে ভূমিষ্ঠ হয়েছে রোহিত-ঋতিকার পুত্রসন্তান। সোশাল মিডিয়ায় শুভেচ্ছার ঢল নেমেছে। সেই সঙ্গে উঠছে এই প্রশ্নও। রোহিত কি শেষ পর্যন্ত বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy) প্রথম টেস্ট খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাবেন? এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত, তিনি রোহিতের জায়গায় থাকলে অবশ্য পারথ টেস্টে খেলতেন।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পোঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। পারথে চলছে ম্যাচ সিমুলেশন। যদিও রোহিত রয়েছেন ভারতে। তিনি প্রথম টেস্টে খেলবেন কিনা, তা নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা ছিল। অথচ পরিস্থিতি যেদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর অধিনায়ককে ছাড়াই বর্ডার গাভাসকর ট্রফিতে নামতে হবে। সেক্ষেত্রে কি দলের মানসিক শক্তি কোথাও বাধা পাবে?
রেভস্পোর্টসে দেওয়া একটি সাক্ষাৎকারে সৌরভ বলেন, "আশা করি রোহিত তাড়াতাড়ি অস্ট্রেলিয়া পৌঁছে যাবে। এই দলটায় নেতার প্রয়োজন। ওর পুত্রসন্তান হওয়ার খবর শুনেছি। আশা করি, এবার ও নিশ্চিন্ত মনে যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়া যেতে পারবে। প্রথম টেস্ট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই। আমি যদি ওর জায়গায় থাকতাম, তাহলে অবশ্যই পারথ টেস্টে খেলতাম। এখনও তো সময় আছে। অস্ট্রেলিয়া সফর কঠিন হবে। রোহিত অসাধারণ অধিনায়ক। ভারতের এই মুহূর্তে নেতার প্রয়োজন।"
রোহিতের তড়িঘড়ি অস্ট্রেলিয়া যাওয়া উচিত কি না, এই নিয়ে মতবিরোধ ছিল দুই প্রাক্তনীর মধ্যে। যেমন সুনীল গাভাসকরের মত ছিল, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে অবশ্যই খেলা উচিত ভারত অধিনায়কের। অন্যদিকে প্রাক্তন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ভিন্নমত পোষণ করেছিলেন। তাতে সহমত জানিয়েছিলেন রোহিতের স্ত্রী ঋতিকাও। সেসব অবশ্য সন্তান জন্ম নেওয়ার আগের কথা। এখন রোহিত কী সিদ্ধান্ত নেন, সেটাই দেখার। রোহিত একান্তই প্রথম টেস্ট না খেললে বুমরাহর নেতৃত্বে অগ্নিপরীক্ষায় নামবে টিম ইন্ডিয়া।