shono
Advertisement
BGT 2024-25

শেষবেলায় মরিয়া লড়াই বুমরাহ-আকাশ দীপের, কোনও রকমে ফলো অন বাঁচাল ভারত

Published By: Arpan DasPosted: 01:32 PM Dec 17, 2024Updated: 02:32 PM Dec 17, 2024

প্রথম ইনিংস
অস্ট্রেলিয়া: ৪৪৫/১০ (হেড ১৫২, বুমরাহ ৭৬/৬)
ভারত: ২৫২/৯ (রাহুল ৮৪, জাদেজা ৭৭, প্যাট কামিন্স ৮০/৪)
চতুর্থ দিনের শেষে ভারত পিছিয়ে ১৯৩ রানে।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাব্বায় কোনও রকমে ফলো অনের লজ্জা বাঁচাল ভারত। শেষবেলায় মরিয়া লড়াই চালালেন জশপ্রীত বুমরাহ ও আকাশ দীপ। মূলত দুজনের ব্যাটে ভর করে ফলো অন বাঁচানোর জন্য প্রয়োজনীয় রানের বাধা পার করে যায় ভারত। সকালের দিকে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজারা যে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন, সেই কাজটাই শেষ করলেন দুই পেসার। চতুর্থ দিনের শেষে ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২৫২। ফলো অন বাঁচালেও ১৯৩ রানের বোঝা ভারতের মাথায়।

গাব্বায় বারবার বাঁধ সেঁধেছে বৃষ্টি। তৃতীয় দিনের শেষে চার উইকেট হারিয়ে ভারতের রান ছিল ৫১। ক্রিজে ছিলেন রোহিত শর্মা ও কেএল রাহুল। কিন্তু মাত্র ১০ রানে ফিরে যান রোহিত। লড়াই চালাতে থাকেন রাহুল। তাঁকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। ব্যক্তিগত ৮৪ রানের মাথায় আউট হন রাহুল। লিয়নের বলে স্লিপে স্মিথ অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্যাচ ধরেন। তখন ভারতের স্কোর ছিল ১৪১ রান। অর্থাৎ, ফলো অন বাঁচানোর স্বপ্ন তখনও বহুদূর। সেখান থেকে জুটি বাঁধেন জাদেজা ও নীতীশ রেড্ডি। দুজনে যেভাবে ব্যাট করছিলেন, তাতে আশা করা গিয়েছিল ফলো অনের লজ্জা ধাওয়া করবে না। বিশেষ করে, সিরিজ (BGT 2024-25) জুড়ে চাপের মুখে ভালো ইনিংস খেলেছেন নীতীশ। কিন্তু এদিন আউট হয়ে গেলেন মাত্র ১৬ রানে। তারপর ভরসা বলতে ছিলেন জাদেজা। প্যাট কামিন্সের বলের অতিরিক্ত বাউন্স সমস্যায় ফেলল তাঁকে। ব্যক্তিগত ৭৭ রানের মাথায় মিচেল মার্শকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি।

শেষ পর্যন্ত দুই পেসার মাটি কামড়ে পড়ে থেকে ফলো অন বাঁচালেন। ৬ উইকেট তোলার পর ব্যাট হাতেও নায়কের ভূমিকায় অবতীর্ণ বুমরাহ। সঙ্গ দেন আকাশ দীপ। ধৈর্য্যশীল ব্যাটিংয়ে ফলো অনের গণ্ডি পেরিয়ে যায় ভারত। উচ্ছ্বসিত হয়ে ওঠে ভারতীয় ড্রেসিংরুম। আর সেটা পার হতেই কামিন্সকে ছয় মারেন বাংলার পেসার। চতুর্থ দিনে খারাপ আলোর জন্য ম্যাচ শেষ হয়ে যাওয়ার সময় ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২৫২। বুমরাহ অপরাজিত আছেন ১০ রানে, আকাশ দীপের রান ২৭। এবার দেখার দুই বোলার পঞ্চম দিনে টিম ইন্ডিয়ার ইনিংস কতটা এগিয়ে দিতে পারেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গাব্বায় কোনও রকমে ফলো অনের লজ্জা বাঁচাল ভারত। শেষবেলায় মরিয়া লড়াই চালালেন জশপ্রীত বুমরাহ, আকাশ দীপ।
  • মূলত দুজনের ব্যাটে ভর করে ফলো অন বাঁচানোর জন্য প্রয়োজনীয় রানের বাধা পার করে যায় ভারত।
  • সকালের দিকে কেএল রাহুল, রবীন্দ্র জাদেজারা যে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন, সেই কাজটাই শেষ করলেন দুই পেসার।
Advertisement