সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে শুরু হচ্ছে গাব্বা টেস্ট। ভারতের লক্ষ্য থাকবে বর্ডার গাভাসকর ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এগিয়ে থাকা। অস্ট্রেলিয়ার লক্ষ্যটা একই। আর সেই সঙ্গে আছে আগের বার ভারতের কাছে গাব্বায় হারার প্রতিশোধ। তার আগেই প্রথম একাদশ জানিয়ে দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দলে অন্তর্ভুক্তি ঘটল চোটমুক্ত হ্যাজেলউডের। অ্যাডিলেডে পাঁচ উইকেট তুলেও বাদ পড়লেন স্কট বোলান্ড।
পারথে অস্ট্রেলিয়া টেস্ট হারলেও বল হাতে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন হ্যাজেলউড। প্রথম ইনিংসে ভারতকে ১৫০ রানে বন্দি করেছিলেন অজি পেসাররা। সেখানে হ্যাজেলউড তুলেছিলেন ৪ উইকেট। তাঁর শিকারের তালিকায় ছিল বিরাট কোহলিও। কিন্তু চোটের জন্য অ্যাডিলেডে নামতে পারেননি তিনি। বরং সুযোগ পেতেই আগুন ঝরিয়েছিলেন স্কট বোলান্ড। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল ৫ উইকেট। প্রথম ইনিংসে রোহিত ও দ্বিতীয় ইনিংসে বিরাটকে ফিরিয়েছিলেন বোলান্ড।
কিন্তু হ্যাজেলউড ফিরতেই বাদ পড়তে হল তাঁকে। বাকি দলে আর কোনও বদল নেই। এই বিষয়ে অজি অধিনায়ক কামিন্স বলছেন, "হ্যাজেলউড খেলবে। ওর আর কোনও সমস্যা নেই। স্কটির (বোলান্ড) জন্য খারাপ লাগছে। ও প্রায়ই বাদ পড়ে যায়। কিন্তু লম্বা সিরিজ। ও আবার সুযোগ পেতে পারে। জশ কাল ভালোই অনুশীলন করেছে।" সেই সঙ্গে গাব্বার পিচের প্রশংসা করছেন কামিন্স। এই পিচে যে পেস ও বাউন্স ভালোমতোই থাকবে, তা ইতিমধ্যেই পরিষ্কার। সেখানে কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডের ত্রিমুখী আক্রমণ সামলাতে হবে ভারতীয় ব্যাটিংকে।
গাব্বা টেস্টে অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স, স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।