সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে দিয়েছে বুমরাহ বাহিনী। পরের পরীক্ষা অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে। তার আগে অস্বস্তি বাড়ল টিম ইন্ডিয়ার। আঙুলের চোটের জন্য অ্যাডিলেডেও অনিশ্চিত শুভমান গিল। অন্যদিকে শামি কবে অস্ট্রেলিয়া যাবেন, সেটাও জানা যায়নি।
পারথ টেস্টের আগে ম্যাচ সিমুলেশনে স্লিপে ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন শুভমান। যে কারণে ম্যাচে নামা হয়নি। তবে আশা করা গিয়েছিল দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। এমনকী প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনেও আশার কথা জানিয়েছিলেন বোলিং কোচ মর্নি মর্কেল। কিন্তু পরিস্থিতি যেদিকে, তাতে দ্বিতীয় টেস্টেও সম্ভবত নামতে পারবেন না শুভমান।
৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট। তার আগে আগামী শনিবার থেকে ক্যানবেরায় একটি প্র্যাক্টিস ম্যাচও খেলবে ভারত। কিন্তু গিলের আঙুলের চোট পুরোপুরি সারেনি। যে কারণে প্র্যাক্টিস ম্যাচ তো বটেই, অ্যাডিলেডেও তাঁর নামা অনিশ্চিত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, 'চোটের জন্য গিলকে চিকিৎসক দল ১০-১৪ দিন বিশ্রাম নিতে বলেছে। এই সপ্তাহের শেষে প্র্যাক্টিস ম্যাচে উনি খেলতে পারবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত। দেখা যাক, ওঁর চোট কতটা সারে। তবে টেস্ট ম্যাচে খেলার আগে প্র্যাক্টিস ম্যাচ খেলা দরকার আছে গিলের'।
সেই সঙ্গে শামি কবে অস্ট্রেলিয়া উড়ে যাবে, তারও আপাতত কোনও খবর নেই। পারথে গিলের বদলে তিন নম্বরে স্থানে খেলেছিলেন দেবদত্ত পাড়িক্কল। দুই ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ মাত্র ২৩ রান। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তার মধ্যে উদ্বেগ বাড়াল গিলের চোট। শেষ পর্যন্ত গিল খেলতে না পারলে প্রথম একাদশে কীরকম বদল আসে, সেদিকেও নজর থাকবে।