সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথ টেস্টে দুই প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ নিয়ে কম চর্চা হয়নি। 'মন্থর' বলে খোঁচাও দিয়েছিলেন। কিন্তু অ্যাডিলেডে যোগ্য জবাব দিলেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ইনিংসের প্রথম বলেই এলবিডব্লু হয়ে ফিরলেন যশস্বী জয়সওয়াল। আর সেই সঙ্গে লজ্জার রেকর্ডও জুড়ল ভারতীয় ওপেনারের নামে।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ওপেন করতে আসেন যশস্বী ও কেএল রাহুল। কিন্তু প্রথম বলেই বিপর্যয়। স্টার্কের লেগ স্ট্যাম্পের বল সুইং করে ঢুকে আসে ভিতর দিকে। কোনওভাবেই নাগাল পাননি যশস্বী। তা সোজা এসে লাগে তাঁর পায়ে। এলবিডব্লুর সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দেরি করেননি আম্পায়ার। টেস্টের প্রথম বলেই 'গোল্ডেন ডাক' করে ফেরেন যশস্বী।
সেই সঙ্গে লজ্জার রেকর্ডও করলেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে এই প্রথম কোনও ভারতীয় ব্যাটার প্রথম বলেই আউট হলেন। তবে বিশ্বক্রিকেটের নিরিখে তিনি আছেন চতুর্থ স্থানে। এর আগে ইংল্যান্ডের আর্চি ম্যাকলারেন, স্টান ওয়ার্থিংটন ও রোরি বার্নস অজিভূমে প্রথম বলে শূন্য রানে ফিরে যান। আর সার্বিক টেস্ট ক্রিকেট ধরলে টেস্টের প্রথম বলে ভারতীয়দের মধ্যে সপ্তম স্থানে আছেন যশস্বী। আর এই 'গোল্ডেন ডাক'-এর রেকর্ডে সবচেয়ে বেশিবার নাম রয়েছে সুনীল গাভাসকরের।
উল্লেখ্য, পারথ টেস্টে যশস্বী আর স্টার্কের মধ্যে বাকযুদ্ধ চলেছিল। অজি পেসারকে তিনি বলেছিলেন, "তোমার বল বড্ড আস্তে আসছে।" পরের বলে চারও মারেন। এদিন সেই 'মন্থর' স্টার্কের বলে আউট হয়েই লজ্জার নজিরে নাম উঠল যশস্বীর।