রাজর্ষি গঙ্গোপাধ্যায়: ওসমান হাদির মৃত্যুর পর থেকেই মৌলবাদী, কট্টরপন্থীদের দাপাদাপিতে অগ্নিগর্ভ ঢাকা। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেই প্রশাসনের হাতে। এই পরিস্থিতিতে বিদেশি ক্রিকেটারদের নিয়ে ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ করার ঝুঁকি নিচ্ছে না বিসিবি। যা পরিস্থিতি তাতে এ বছর ঢাকায় আদৌ বিপিএলের কোনও ম্যাচ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
বিসিবি সূত্রের খবর, ঢাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বিপিএল। শেষ পর্ব হলেও হতে পারে। আবার না-ও হতে পারে। একে তো ওসমান হাদির মৃত্যুর পর ঢাকায় দাঙ্গা পরিস্থিতি। তার উপর সামনে নির্বাচন। ফলে রাজধানীতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। সব দিক ভেবেই আপাততরাজধানীতেই থাকছে না বিপিএলের ম্যাচ। শেষ পর্ব হলেও হতে পারে।
২৬ ডিসেম্বর থেকে সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা। তা নিয়েও আশঙ্কার কালো মেঘ রয়েছে। ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে সমস্যার জন্য বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি সাখাওয়াত হোসেন সেরকম মনে করেন না। তাঁর সাফ বক্তব্য, ২৬ ডিসেম্বর থেকেই বিপিএল শুরু হবে। তিনি বলেছেন, “এই মুহূর্তে বিপিএল নিয়ে কোনও সংশয় নেই। নির্ধারিত দিনেই টুর্নামেন্ট শুরু হবে।” এই বিষয়ে সরকারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড। সাখাওয়াত বলছেন, “মাঠ প্রস্তুত, আমরাও প্রস্তুত। কোনও সমস্যা নেই। আমরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।” এমনকী টুর্নামেন্টের সিলেট পর্বের জন্য টিকিটের দামও ঘোষণা করে দিয়েছে বিসিবি।
এদিকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটও বন্ধের মুখে। দেশের সাতাত্তরটা প্রথম শ্রেণির ক্লাবের মধ্যে ৪৫ ক্লাব ঘরোয়া ক্রিকেট বয়কট করেছে। তাঁরা বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অপসারণ চায়। সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মুখে বাংলাদেশ ক্রিকেট।
