shono
Advertisement
Wriddhiman Saha

শেষ ম্যাচের আগে ঋদ্ধিমানকে সংবর্ধনা সিএবি সভাপতি স্নেহাশিসের, বিশেষ উপহার দিলেন সতীর্থরা

'ঋদ্ধির কেরিয়ারটা ভীষণ অনুপ্রেরণাদায়ক', বলছেন সিএবি প্রেসিডেন্ট।
Published By: Subhajit MandalPosted: 11:39 AM Jan 30, 2025Updated: 11:39 AM Jan 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ বছরেরও বেশি সময় ক্রিকেট মাঠে দাপিয়ে বেড়িয়েছেন তিনি। এবার তিনি কেরিয়ারের সায়াহ্নে। বৃহস্পতিবার ইডেনে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঋদ্ধিমান সাহা। জাতীয় দলে খেলা শেষ বঙ্গ সন্তানকে অবসরের আগে অনন্য সম্মান দিল সিএবি। 

Advertisement

বৃহস্পতিবার ইডেনে পাঞ্জাব ম্যাচ শুরুর আগে ঋদ্ধিকে সংবর্ধনা দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বঙ্গ উইকেটরক্ষকের হাতে সতীর্থদের সই করা একটি জার্সি তুলে দেন স্নেহাশিস। সঙ্গে উপহার একটি ফুলের তোড়া এবং শাল। স্নেহাশিস বলছিলেন, "ঋদ্ধির কেরিয়ারটা ভীষণ অনুপ্রেরণাদায়ক। ২০০৭ সালে অভিষেকের পর এতদিন টানা খেলে যাওয়াটা সত্যিই অনবদ্য। আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল।" এমনিতে ঋদ্ধি তেমন আবেগপ্রবণ নন। তবে এদিন সতীর্থদের উপহার পেয়ে সামান্য হাসির রেখা দেখা গিয়েছে তাঁর মুখে। ঋদ্ধি নিজে আবেগতাড়িত না হলে কী হবে, তাঁর সতীর্থরা কিন্তু বড্ড আবেগপ্রবণ হয়ে পড়ছেন।

চার দিন পর ক্রিকেট কিট চিরকালের মতো তুলে রাখবেন। ম‌্যাচের আগে আর ওয়ার্ম আপ করতে নামতে হবে না। ভোরবেলা উঠে মাঠে যাওয়ার তাড়া থাকবে না। কিন্তু এসবের কোনওটাই ঋদ্ধিকে আবেগের সাগরে ভাসিয়ে নিয়ে যেতে পারে না। বরং ম্যাচের আগের দিন তিনি বলে যান, ‘‘একদিন না একদিন সবাইকেই ক্রিকেট ছাড়তে হয়। আমিও ছাড়ছি। তাছাড়া এতদিন ধরে খেলেছি। জানতাম এই দিনটা আসবেই। তাছাড়া আমার সঙ্গে যাঁরা মিশেছেন, তাঁরা সবাই জানেন আমি খুব একটা আবেগপ্রবণ নই।’’

ঋদ্ধি বলেছেন, "আমি শুধু চুইংগাম কিংবা মেগা সিরিয়ালের মতো ক্রিকেট কেরিয়ার টেনে নিয়ে যেতে চাইনি। অনেক সিরিয়াল হয় যেটা শেষ হতে চায় না। আমি সেভাবে কেরিয়ার জোর করে টেনে নিয়ে যেতে চাইনি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বৃহস্পতিবার ইডেনে নিজের কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছেন ঋদ্ধিমান সাহা।
  • জাতীয় দলে খেলা শেষ বঙ্গ সন্তানকে অবসরের আগে অনন্য সম্মান দিল সিএবি।
  • বৃহস্পতিবার ইডেনে পাঞ্জাব ম্যাচ শুরুর আগে ঋদ্ধিকে সংবর্ধনা দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
Advertisement