সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজার বিরুদ্ধে মামলা দায়ের হল বাংলাদেশে। হামলা, মারধর, ভাঙচুরের মতো একাধিক অভিযোগ দায়ের হয়েছে আওয়ামি লিগের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। অভিযোগপত্রে নাম রয়েছে মাশরফির বাবারও। মোট ৬৪৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।
বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার রাতে মামলা দায়ের হয়েছে নড়াইল-২ আসনের প্রাক্তন সাংসদ মাশরাফির বিরুদ্ধে। হামলা, মারধর, ভাঙচুর-সহ একাধিক ঘটনার মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে তাঁকে। মামলাটি দায়ের করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কাজী ইয়াজুর রহমান। প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ, গত ৪ আগস্ট প্রতিবাদী পড়ুয়াদের কর্মসূচি চলাকালীন পথ অবরোধ করেন মাশরাফি-সহ অন্যান্য অভিযুক্তরা।
এখানেই শেষ নয়। অভিযোগপত্রে বলা হয়েছে, আন্দোলনরত পড়ুয়াদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পিটিয়ে, কুপিয়ে আন্দোলনকারীদের খুনের চেষ্টাও করে অভিযুক্তরা। ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেই অভিযোগ। মাশরাফিদের এই তাণ্ডবের জেরে ১৭ জন আহত হন বলে দাবি অভিযোগকারীদের। প্রায় ৪ মাস পুরনো ঘটনার ভিত্তিতে নতুন করে মামলা দায়ের হল টাইগার বাহিনীর প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে।
জানা গিয়েছে, মোট ৬৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তার মধ্যে প্রধান অভিযুক্ত হিসাবে মাশরাফি, তাঁর বাবা গোলাম মোর্তাজার নাম রয়েছে। ২৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। আরও ৩৫০ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা। উল্লেখ্য, এর আগেও নড়াইল থানায় আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ মাশরাফির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। শেখ হাসিনার দলের আরেক প্রাক্তন সাংসদ শাকিব আল হাসানের বিরুদ্ধেও ঝুলছে খুনের মামলা। সবমিলিয়ে, মহম্মদ ইউনুস সরকারের আমলে প্রশাসনের কোপে পড়ছেন আওয়ামি লিগের অনেকেই। জাতীয় দলের জার্সি গায়ে বাংলাদেশকে গর্বিত করলেও রেহাই নেই।