shono
Advertisement
Champions Trophy

'চিরকুট সুপারিশে দল নির্বাচন', চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাক-বাহিনী নিয়ে খাপ্পা আক্রমরা

'দল নির্বাচনে পুরোদস্তুর রাজনীতি হয়েছে', ক্ষুব্ধ আরেক পাক-প্রাক্তনী রশিদ লতিফ।
Published By: Arpan DasPosted: 01:33 PM Feb 02, 2025Updated: 01:33 PM Feb 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান। নেতৃত্ব দেবেন মহম্মদ রিজওয়ানই। দলে ফিরেছেন ‘বিতর্কিত নায়ক’ ফখর জামান। কিন্তু পাকিস্তান দল নিয়ে একেবারেই খুশি নন ওয়াসিম আক্রম ও রশিদ লতিফের মতো প্রাক্তন ক্রিকেটাররা।

Advertisement

পাকিস্তানের প্রথম ম্যাচ করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপরই ২৩ ফেব্রুয়ারি ভারত-পাক মহারণ। চোটের জন্য সুযোগ পাননি তরুণ ওপেনার সাইম আয়ুব। ফখর জামান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করে নায়ক হয়েছিলেন। কিন্তু অধিনায়কত্ব বিতর্কে বাবর আজমের পাশে দাঁড়ানোয় পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ফখর। সাম্প্রতিক সময়ে সেভাবে ছন্দে নেই তিনি। একই অবস্থা অলরাউন্ডার ফাহিম আশরাফের। অন্যদিকে উপমহাদেশীয় উইকেটে মাত্র একজন স্পিনার আবরার আহমেদকে নিয়ে নামবে পাকিস্তান।

সেসব নিয়ে বেজায় খাপ্পা আক্রম। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, "আমি এখনও পাকিস্তান দল নিয়ে সেভাবে চর্চা করিনি। কিন্তু ফাহিম আশরাফ কীভাবে দলে ঢুকল? শেষ কুড়ি ম্যাচে ওর বোলিং গড় ১০০, ব্যাটিং গড় মাত্র ৯। পাকিস্তান দলে ও যেন আকাশ থেকে পড়ল। একই কথা খুশদিল শাহ সম্বন্ধেও বলা যায়। আমাদের হাতে মাত্র একজন স্পিনার, সেখানে ভারতের অস্ত্র চারজন। নিশ্চয়ই তার কোনও কারণ আছে।" তবে এত কিছুর মধ্যেও পাকিস্তান দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি আক্রম।

একই মত আরেক প্রাক্তনী রশিদ লতিফের। একধাপ এগিয়ে তাঁর বক্তব্য, এই নির্বাচন হয়েছে সুপারিশের ভিত্তিতে। তিনি বলেন, "দেখে মনে হচ্ছে, দল নির্বাচনে পুরোদস্তুর রাজনীতি হয়েছে। সাম্প্রতিক সময়ে ফাহিমের ভালো পারফরম্যান্স কোথায়? তাছাড়া আশরাফ, ফখর জামান বা সউদ সাকিল, তবে তিন-চারটি সফরে দলে নেই। এখন প্রশ্ন হচ্ছে, উইকেট তুলবে কে? ভারত চারটি স্পিনার নিয়ে নামছে। আর সেখানে আমাদের একজন স্পিনার। এ যেন চিরকুটের মাধ্যমে দল নির্বাচন। এর দায় নির্বাচক কমিটিকে নিতে হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। সবার শেষে দল ঘোষণা করেছে পাকিস্তান।
  • নেতৃত্ব দেবেন মহম্মদ রিজওয়ানই। দলে ফিরেছেন ‘বিতর্কিত নায়ক’ ফখর জামান।
  • কিন্তু পাকিস্তান দল নিয়ে একেবারেই খুশি নন ওয়াসিম আক্রম ও রশিদ লতিফের মতো প্রাক্তন ক্রিকেটাররা।
Advertisement