shono
Advertisement
Champions Trophy 2025

রমজানে বিনামূল্যে ইফতার, ভারত-নিউজিল্যান্ড ম্যাচে অভিনব পদক্ষেপ আমিরশাহীর বোর্ডের

এক্স হ্যান্ডেলে আর কী জানাল এমিরেটস ক্রিকেট বোর্ড?
Published By: Arpan DasPosted: 02:34 PM Feb 28, 2025Updated: 02:50 PM Feb 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল। আর সেই ম্যাচে অভিনব পদক্ষেপ এমিরেটস ক্রিকেট বোর্ডের। আগত দর্শকদের মধ্যে যাঁরা রোজা রাখবেন, তাঁদের জন্য ইফতারের বন্দোবস্ত করছে ইসিবি।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও, হাইব্রিড মডেলে ভারত খেলছে দুবাইয়ে। ইতিমধ্যে দুই ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। একই পরিস্থিতি নিউজিল্যান্ডেরও। ফলে ২ মার্চের ম্যাচ আদতে নিয়মরক্ষার হলেও, এখানেই নির্ধারিত হয়ে যাবে কোন দল গ্রুপ শীর্ষে থাকবে। আর সেই ম্যাচে ইসিবি-র তরফ থেকে দর্শকদের বিনামূল্যে ইফতার বাক্স দেওয়া হবে। বৃহস্পতিবার তারা সোশাল মিডিয়ায় সেটা জানিয়ে দিয়েছে।

এমিরেটস ক্রিকেট বোর্ডের তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, 'এই সপ্তাহের শেষ থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। ২ মার্চ দুবাইয়ের স্টেডিয়ামে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। পবিত্র রমজান মাসের এটাই প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরের জায়গায় রোজা ভাঙার আগে ইফতার বাক্স দেওয়া হবে।'

শুধু এই ম্যাচে নয়, দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির যদি আর কোনও ম্যাচ হয়, সেখানে বিনামূল্যে ইফতার বাক্স দেওয়া হবে। ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে চলে গিয়েছে। ফলে সেই ম্যাচেও ইফতারের বন্দোবস্ত থাকবে। তাছাড়া ভারত যদি ফাইনালে ওঠে, তাহলেও রোহিতরা ম্যাচ খেলবে দুবাইয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ-র ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল।
  • আর সেই ম্যাচে অভিনব পদক্ষেপ এমিরেটস ক্রিকেট বোর্ডের।
  • আগত দর্শকদের মধ্যে যাঁরা রোজা রাখবেন, তাঁদের জন্য ইফতারের বন্দোবস্ত করছে ইসিবি।
Advertisement