shono
Advertisement
Champions Trophy stadium

সময়মতো কাজ শেষ হওয়া অসম্ভব! পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে সংশয়ে খোদ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক

বুধবার সকালেই চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা আইসিসির সিইও জিওফ আলারডাইস পদত্যাগ করেছেন।
Published By: Subhajit MandalPosted: 08:58 PM Jan 29, 2025Updated: 08:58 PM Jan 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে সময় আর সপ্তাহ তিনেক। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আদৌ প্রস্তুত হবে তো পাকিস্তানের তিন স্টেডিয়াম? প্রশ্নচিহ্নটা ক্রমশ বড় হচ্ছে। এবার পাকিস্তানের তিনটি ভেন্যুর সংস্কারের দায়িত্বে থাকা আধিকারিক বিলাল চোহান নিজেই সংশয়ে। খানিক ক্ষোভের সুরেই তিনি বলছেন, "সময়মতো উপকরণ পাচ্ছি না, সময়মতো কাজে ছাড়পত্র পাচ্ছি না, টাকা নেই। আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।"

Advertisement

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। হাইব্রিড মডেলে ভারতের ম্যাচগুলি হবে দুবাইয়ে। কিন্তু পাকিস্তানের মাটিতে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে, তা নিয়ে সংশয় রয়েছে। স্টেডিয়ামের কাজ এখনও অনেকটাই বাকি। এত বড় প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত পরিকাঠামো তৈরি নয়। সব মিলিয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা। এ প্রসঙ্গে বিলাল বলছেন, "পুরো দায়টাই আমাদের উপর চাপানো হচ্ছে। কিন্তু আমরা সময়মতো কিছুই পাচ্ছি না। বহু সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।"

পাকিস্তানে স্টেডিয়ামগুলির হালহকিকত নিয়ে সে দেশের প্রথম সারির সংবাদমাধ্যম 'দ্য ডন'-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, "এই মুহূর্তে স্টেডিয়ামগুলির যা পরিস্থিতি তাতে সময়মতো কাজ শেষ হওয়া অসম্ভব।" যদিও পাক বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, সময়মতো স্টেডিয়াম হয়তো তৈরি হয়ে যাবে। কিন্তু পিসিবি যে সব দেশকে বিশ্বমানের অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেটা সম্ভব হবে না।

উল্লেখ্য, বুধবার সকালেই চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা আইসিসির সিইও জিওফ আলারডাইস পদত্যাগ করেছেন। এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও অনুমান, চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানের ‘ব্যর্থতা’র কারণেই পদত্যাগ করতে হয়েছে। এবার পাকিস্তানে স্টেডিয়াম সংস্কারের দায়িত্বে থাকা বিলাল চোহানও অসন্তোষ প্রকাশ করলেন। সব মিলিয়ে বেশ চাপে পাক বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার পাকিস্তানের তিনটি ভেন্যুর সংস্কারের দায়িত্বে থাকা আধিকারিক বিলাল চোহান নিজেই সংশয়ে।
  • খানিক ক্ষোভের সুরেই তিনি বলছেন, সময়মতো উপকরণ পাচ্ছি না, সময়মতো কাজে ছাড়পত্র পাচ্ছি না, টাকা নেই।
  • বিলাল বলছেন, "পুরো দায়টাই আমাদের উপর চাপানো হচ্ছে। কিন্তু আমরা সময়মতো কিছুই পাচ্ছি না।"
Advertisement