shono
Advertisement

Breaking News

Cheteshwar Pujara

'ট্রানজিশনের অজুহাত শুনতে চাই না', ইডেন টেস্টে হার নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পূজারা

পূজারার মতে, ভারত যদি পিচে 'কারুকার্য' না করে একটা ভালো পিচে খেলত, তা হলে ইডেন টেস্ট জয়ের সম্ভাবনা প্রবল থাকত।
Published By: Anwesha AdhikaryPosted: 10:07 AM Nov 18, 2025Updated: 10:07 AM Nov 18, 2025

স্টাফ রিপোর্টার: ভারতের টেস্ট টিম যতই ট্রানজিশন'-এর মধ্যে দিয়ে যাক। প্রাক্তন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা ঘরের মাঠে টেস্ট হারার নেপথ্যে 'ট্রানজিশন'-এর অজুহাত শুনতে রাজি নন। বরং ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ অলআউটের নেপথ্যে কঠিন পিচে ব্যাটারদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। তবে একই সঙ্গে ব্যাটারদের উপর সম্পূর্ণ দায়ও চাপিয়ে দিতে চান না পূজারা।

Advertisement

ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘূর্ণি বানিয়ে জিততে গিয়ে নিজেরাই ভুগেছে ভারত। নিজেদের অর্ডারি পিচ, ভারতের সঙ্গেই 'বিশ্বাসঘাতকতা' করেছে। ইডেন টেস্ট জিততে গেলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রান করতে হত ভারতকে। কিন্তু ঋষভ পন্থ-কেএল রাহুলরা তা তুলতে পারেননি। মাত্র ৯৩ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় টিম। ঘরের মাঠে টেস্ট হারতে হয় ৩০ রানে। যার পর রীতিমতো ফেটে পড়েছেন স্বভাব-শান্ত পুজারা। তিনি সাফ বলে দিয়েছেন, "এ সমস্ত ট্রানজিশন ইত্যাদি বলে কোনও লাভ নেই। আমি বিশ্বাস করি না, ট্রানজিশনের কারণে ভারত ঘরের মাঠে টেস্ট হারছে। ট্রানজিশনের কারণে তুমি যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট হারো, তবু মানা যায়। কিন্তু ঘরের মাঠে সে সমস্ত অজুহাত চলে না। ভারতের এই টেস্ট টিমের মধ্যে যথেষ্ট প্রতিভা রয়েছে। ভালো করার ক্ষমতা রয়েছে। যশস্বী জয়সওয়াল, কেএ রাহুল, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, প্রত্যেকের ঘরোয়া ক্রিকেটের রেকর্ড দারুণ। তার পরেও তুমি ঘরের মাঠে হারছো মানে, কিছু না কিছু একটা ভুল হচ্ছে। সব কিছু ঠিকঠাক মোটেই চলছে না।"

পূজারার মতে, ভারত যদি পিচে 'কারুকার্য' না করে একটা ভালো পিচে খেলত, তা হলে ইডেন টেস্ট জয়ের সম্ভাবনা প্রবল থাকত। "ইডেনে যে পিচে খেলেছে ভারত, সে রকম পিচে খেলে কোনও লাভই নেই। কারণ, খারাপ পিচে খেললে তুমি প্রতিপক্ষকে টেস্ট জয়ের সমান সুযোগ করে দিচ্ছো। আমার মতে, ভালো পিচে খেললে, টেস্ট জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আরে, ভারতে প্রতিভার অভাব? আমাদের 'এ' টিম পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে। তাই যদি এটা বলা হয় যে, ট্রানজিশনের জন্য ইডেন টেস্ট হারতে হয়েছে, মানতে পারলাম না।"

দুই দলের চার ইনিংস মিলিয়ে ইডেন টেস্টে সর্বোচ্চ রান উঠেছে ১৮৯। গোটা ম্যাচে এসেছে মাত্র একটা হাফসেঞ্চুরি। পিচের অসমান বাউন্স প্রবল ভাবে ভুগিয়েছে ব্যাটারদের। কিন্তু তার পরেও ভারতীয় কোচ গৌতম গম্ভীর বলে দিয়েছেন যে, ইডেন পিচ নিয়ে তাঁরা সন্তুষ্ট। তাঁরা যে পিচ চেয়েছিলেন, সেই পিচই পেয়েছেন। তাই টেস্ট হারের জন্য পূজারা পুরোপুরি দোষ ব্যাটারদের উপর চাপাতে চান না। "এ রকম উইকেটে ব্যাটারদের দোষ দেওয়া যায় না। তা ছাড়া তোমাকে যদি এমন পিচে খেলতে হয়, তা হলে তোমার প্রস্তুতিও অন্যরকম হওয়া উচিত। গৌতি ভাই (গম্ভীর) দেখলাম বলেছে যে, এ রকম পিচই চেয়েছিল ভারত। এ ধরনের পিচে ব্যাট করাটা মোটেই সহজ নয়। পরিসংখ্যান দেখুন। দু'টো টিম মিলিয়ে গোটা ম্যাচে মাত্র একটা হাফসেঞ্চুরি এসেছে। এ ধরনের পিচে খেলতে সম্পূর্ণ অন্যরকম প্রস্তুতি নিতে হয়। অন্যরকম শট খেলতে হয়। সুইপ বেশি খেলতে হয়। স্কোরবোর্ড সচল যাতে থাকে, সেটা দেখতে হয়। কিন্তু পিচ অনুযায়ী প্রস্তুতিও টিম নিয়েছে বলে মনে হল না" রায় পূজারার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘূর্ণি বানিয়ে জিততে গিয়ে নিজেরাই ভুগেছে ভারত। নিজেদের অর্ডারি পিচ, ভারতের সঙ্গেই 'বিশ্বাসঘাতকতা' করেছে।
  • দুই দলের চার ইনিংস মিলিয়ে ইডেন টেস্টে সর্বোচ্চ রান উঠেছে ১৮৯। গোটা ম্যাচে এসেছে মাত্র একটা হাফসেঞ্চুরি।
  • ইডেন টেস্ট জিততে গেলে দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৪ রান করতে হত ভারতকে। কিন্তু ঋষভ পন্থ-কেএল রাহুলরা তা তুলতে পারেননি।
Advertisement