shono
Advertisement
Jasprit Bumrah

'তুমি ইংল্যান্ডকে গুঁড়িয়ে দাও...', কনসার্টে বুমরাহকে দেখে বিশেষ গান কোল্ড প্লের, ভাইরাল ভিডিও

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার কোল্ড প্লের কনসার্ট ছিল।
Published By: Anwesha AdhikaryPosted: 10:25 AM Jan 27, 2025Updated: 10:27 AM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের কনসার্টে মাঝপথে গান থামিয়ে তাঁকে নিয়ে বিশেষ মন্তব্য করেছিলেন ক্রিস মার্টিন। সেই জশপ্রীত বুমরাহকে কনসার্টে দেখতে পেয়ে তাঁর জন্য গানও গেয়ে ফেললেন কোল্ড প্লের তারকা। রবিবার আহমেদাবাদে কনসার্ট ছিল ব্রিটিশ ব্যান্ডটির। সেখানে হাজির ছিলেন তারকা পেসার।

Advertisement

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার কোল্ড প্লের কনসার্ট ছিল। হাজার হাজার ভক্তদের ভিড়ে হাজির ছিলেন বুমরাহও। কনসার্টের মধ্যে যখন ফ্যান ইন্টার‍্যাকশন পর্ব চলছিল, সেই সময়েই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা যায়, দর্শকাসনে বসে রয়েছেন তারকা পেসার। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। বুমরাহকে দেখে উৎফুল্ল হয়ে ওঠেন ব্যান্ডের তারকা গায়ক ক্রিস মার্টিনও।

ভারতীয় দলের পেসারের জন্য বিশেষ একটি গানও গেয়ে ফেলেন ব্রিটিশ রকস্টার। গানের কথাগুলি ছিল, "Jasprit my beautiful brother, best bowler in the whole of cricket, we don't enjoy watch you destroy England, taking wicket after wicket” অর্থাৎ, জশপ্রীত তুমি ক্রিকেটের সেরা বোলার। কিন্তু তুমি যখন একের পর এক উইকেট তুলে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দাও, সেটা দেখতে মোটেই ভালো লাগে না। সেই গানের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। প্রসঙ্গত, আহমেদাবাদে ইতিহাস গড়েছে কোল্ড প্লে। ব্যান্ডের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে আহমেদাবাদের কনসার্টেই। 

উল্লেখ্য, মুম্বইয়ে কোল্ড প্লের কনসার্টেও বুমরাহর আগুনে বোলিংয়ের ভিডিও দেখানো হয়েছিল। এমনকি অনুষ্ঠান চলাকালীন গান থামিয়ে দিয়ে ক্রিস মার্টিন বলেন, "বুমরাহ বিশ্বের সেরা বোলার। আমরা জশপ্রীতকে খুব ভালোবাসি।” সেই মুহূর্তের ভিডিও এক্স হ্যান্ডেলে শেয়ার করে তারকা পেসার বলেছিলেন, এমন সম্মান পেয়ে তিনি অভিভূত। উল্লেখ্য, সদ্যসমাপ্ত বর্ডার গাভাসকর ট্রফিতে ৩২টি উইকেট তুলে নিয়েছিলেন বুমরাহ। ভারত ১-৩ ব্যবধানে হারলেও, তাঁকেই সিরিজের সেরা বেছে নেওয়া হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কনসার্টের মধ্যে যখন ফ্যান ইন্টার‍্যাকশন পর্ব চলছিল, সেই সময়েই স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখা যায়, দর্শকাসনে বসে রয়েছেন তারকা পেসার।
  • ভারতীয় দলের পেসারের জন্য বিশেষ একটি গানও গেয়ে ফেলেন ব্রিটিশ রকস্টার।
  • মুম্বইয়ে কোল্ড প্লের কনসার্টেও বুমরাহর আগুনে বোলিংয়ের ভিডিও দেখানো হয়েছিল।
Advertisement