সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে বাকি আর ৮ দিন। দীর্ঘ জল্পনার পরে অবশেষে অধিনায়কের নাম ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। গত ৭ বছর ধরে দলের সঙ্গে যুক্ত থাকা বিশ্বকাপজয়ী তারকাকে নেতা হিসাবে বেছে নেওয়া হল। উল্লেখ্য, আইপিএলে দিল্লির অধিনায়ক কে হবেন, সেই নিয়ে কয়েকদিন ধরেই চলছিল তুমুল জল্পনা।

মেগা অকশনে ১৪ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। স্বাভাবিকভাবেই অনুমান করা গিয়েছিল, ভারতীয় উইকেটকিপারকে হয়তো অধিনায়ক করবে দিল্লি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ফর্মে ছিলেন রাহুল। করেছেন ১৪০ রান। গড়ও ১৪০। ফাইনালে ভারতের জয়ের অন্যতম কারিগর তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশেও আছেন রাহুল। গত তিনবছর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার মধ্যে দুবার প্লে অফে গিয়েছিল লখনউ।
কিন্তু দিল্লিতে গিয়ে আর অধিনায়কত্বের দায়িত্ব নিতে চাননি রাহুল। দলীয় সূত্রে জানা যায়, ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে রাহুলকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে ও চাইছে, অধিনায়ক নয়, একজন ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখতে।” তারপরেই শোনা যাচ্ছিল, অক্ষর প্যাটেলকে অধিনায়ক করতে পারে। সেই জল্পনাতেই শিলমোহর পড়ল দোলের সকালে। মজার ভিডিও প্রকাশ করে দলের তরফে জানানো হল, আসন্ন মরশুমে দিল্লিকে নেতৃত্ব দেবেন টি-২০ বিশ্বকাপজয়ী অক্ষর।
২০১৯ থেকে দিল্লি টিমে রয়েছেন অক্ষর। ১৬.৫০ কোটি টাকা দিয়ে এবার তাঁকে রিটেন করা হয়েছিল। উল্লেখ্য, অধিনায়ক হিসাবেও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে অক্ষরের। ঘরোয়া ক্রিকেটে ২৩টি ম্যাচে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন তিনি। জানুয়ারি মাসে ভারতীয় দলের সহ-অধিনায়কও ছিলেন তিনি। গতবছর দিল্লিকে একটি ম্যাচে নেতৃত্ব দেন। আইপিএলে দিল্লি প্রথম ম্যাচ ২৪ মার্চ, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই ম্যাচ থেকেই পূর্ণ সময়ের অধিনায়ক হিসাবে যাত্রা শুরু অক্ষরের।