সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ কোটি টাকায় নিলাম থেকে কে এল রাহুলকে কিনেছে দিল্লি ক্যাপিটালস। তার পর থেকেই সোশাল মিডিয়ায় উচ্ছ্বসিত দিল্লির ভক্তকুল। দলের সম্ভাব্য অধিনায়ককে স্বাগত জানাচ্ছেন তাঁরা। এর মধ্যেই রাহুলকে নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাহুলকে ভালোবাসা আর সম্মান দেবে দিল্লি। নেটিজেনদের প্রশ্ন, পার্থ কি বিশেষ কাউকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন?
একটি সাক্ষাৎকারে পার্থ বলেন, "কে এলকে আমি বহুদিন ধরে চিনি। ও আমার খুব ভালো বন্ধু। যতটা ভালোবাসা এবং সম্মান ওর প্রাপ্য, আমি ওকে সবটা ফিরিয়ে দেব। আমি সবসময়ে মনে করি রাহুল খুব ভালো ক্রিকেটার। আশা করি দিল্লি টিমে এসে ও আরও উন্নতি করবে, আইপিএল ট্রফি জিতবে।" তার পর থেকেই নেটদুনিয়ায় গুঞ্জন, তাহলে কি বিশেষ কাউকে লক্ষ্য করে এই কথা বলছেন দিল্লি ক্যাপিটালস কর্ণধার?
উল্লেখ্য, গত আইপিএলের অন্যতম বিতর্কিত অধ্যায় ছিল কেএল রাহুল আর সঞ্জীব গোয়েঙ্কার ‘সংঘাত’। প্রকাশ্যে দলের অধিনায়ককে বকাবকি করছেন মালিক, এই দৃশ্য ঘিরে উত্তাল হয়েছিল সোশাল মিডিয়া। পরে সঞ্জীব গোয়েঙ্কা রাহুলকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে বিবাদ মেটানোর চেষ্টা করলে আপাত শান্ত হয় পরিস্থিতি। নেটিজেনরা মনে করছেন, লখনউ মালিককে উদ্দেশ্য করেই হয়তো রাহুলকে সম্মান দেওয়ার কথা বলেছেন দিল্লি কর্ণধার।
অন্যদিকে, অতীতকে ভুলে নতুন অভিযান শুরুর বার্তা দিয়েছেন রাহুলও। বুধবার নিজের ইনস্টাগ্রামে লখনউ দলের একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে ধন্যবাদ জানান লখনউয়ের সকল ক্রিকেটার, কোচ এবং ভক্তদের। সঙ্গে লেখেন, আগামী দিনে নতুন দলের হয়ে খেলতে মুখিয়ে রয়েছেন তিনি। আইপিএলের বেশ কয়েকটি দলে খেললেও কখনও আইপিএল জেতেননি রাহুল। দিল্লিতে গিয়ে কি তারকা ব্যাটারের ভাগ্যে শিকে ছিঁড়বে?