সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইপিএলে (IPL) একেবারেই ভালো ফর্মে নেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। লিগ টেবিলের একেবারে শেষে রয়েছে তারা। দলের হাল ফেরাতে আইপিএলের মাঝেই নতুন বিদেশি নিল দিল্লি।
এবারের মিনি নিলামে ইংল্যান্ড তারকা হ্যারি ব্রুককে কিনেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দল। কিন্তু আইপিএলের আগেই ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নেন হ্যারি। তার পর আর কোনও নতুন বিদেশি প্লেয়ার দলে নেয়নি দিল্লি। যদিও তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ পড়তির দিকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হ্যারি ব্রুকের (Harry Brook) বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বোলার লিজাড উইলিয়ামসকে (Lizaad Williams) দলে নিল তারা।
[আরও পড়ুন: ‘আই লিগ চ্যাম্পিয়ন দলটাকেই ধরে রাখতে চাই’, আইএসএলের পরিকল্পনায় আশাবাদী চেরনিশভ]
২০২১ সালে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দলে অভিষেক হয় লিজাডের। এখনও পর্যন্ত ১১টি ম্যাচে ১৬টি উইকেট পেয়েছেন তিনি। এছাড়া দক্ষিণ আফ্রিকার টেস্ট ও একদিনের দলের হয়েও খেলেন ৩০ বছর বয়সি এই বোলার। সে দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগে জোবার্গ সুপার কিংসের গুরুত্বপূর্ণ সদস্য লিজাড। এবার তাঁকে দলে নিয়ে নিজেদের শক্তি বাড়াল দিল্লি ক্যাপিটালস। দুরবস্থার ছবিটা কি তাতে বদলাবে? প্লে অফে যেতে হলে পন্থদের রাস্তাটা ক্রমশ কঠিন হয়ে উঠছে।