shono
Advertisement

Breaking News

Pakistan Super League

গোদের উপর বিষফোঁড়া! চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের মাঝেই PSL-এ খেলতে মানা ইংল্যান্ড ক্রিকেটারদের

পিএসএলে খেলার অনুমতি না পেলেও আইপিএলে খেলতে পারবেন ইংল্যান্ডের ক্রিকেটার।
Published By: Arpan DasPosted: 04:47 PM Nov 29, 2024Updated: 06:49 PM Nov 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা, তার এখনও উত্তর পাওয়া যায়নি। কিন্তু তার আগে নতুন ধাক্কা পাক বোর্ডের। ভারত যে পাকভূমে যাবে না, সেটা পরিষ্কার। এর মধ্যে ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, পাকিস্তান সুপার লিগ খেলার জন্য তাদের ক্রিকেটারদের অনুমতি দেবে না।

Advertisement

সেটা অবশ্য নিরাপত্তাজনিত কারণে নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ইসিবি-র সিদ্ধান্তের সরাসরি কোনও যোগাযোগ নেই। সেটা সম্পূর্ণ ক্রিকেটীয় কারণেই নেওয়া হয়েছে। তাদের নতুন নীতি অনুযায়ী ইংল্যান্ডের প্লেয়াররা পিএসএলের পাশাপাশি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ ও অন্যান্য কয়েকটি লিগে খেলতে পারবেন না। সেই সময়ে কাউন্টি, ভিটালিটি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্ট খেলতে হবে ইংরেজ ক্রিকেটারদের।

তবে পিএসএলে যাওয়ার অনুমতি না পেলেও আইপিএল খেলতে কোনও বাধা নেই। কারণ সেটা যেহেতু এপ্রিল-মে মাসে হয়, সেই সময় ইংল্যান্ডে কোনও ঘরোয়া ক্রিকেট থাকবে না। ইসিবি-র তরফ থেকে বলা হয়েছে, 'এই নীতি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ক্রিকেটার ও কাউন্টির পেশাদার দলগুলির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট করবে। এর ফলে যে ক্রিকেটাররা উন্নতি করতে ও অভিজ্ঞতা অর্জন করতে চায়, তাদের প্রতি আমরা সমর্থন জানাতে পারব। একই সঙ্গে ক্রিকেটবিশ্বের সঙ্গেও তাল মিলিয়ে চলতে পারব'।

জানা যাচ্ছে, গতবছর অন্তত ৭৪ জন ক্রিকেটার বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে অংশগ্রহণ করেছিলেন। আবার অনেকে মধ্যপ্রাচ্যে ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠা টি-১০ লিগেও খেলেছেন। সেটাতে লাগাম টানতেই নয়া পদক্ষেপ ইসিবির। তবে এই নীতি শুধু সাদা বলের ক্রিকেটে চুক্তিবদ্ধ প্লেয়ারদের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু চর্চায় এই সিদ্ধান্তের সময়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ডামাডোলের মধ্যেই ইসিবি-র সিদ্ধান্ত পাক বোর্ডকে চাপে ফেলতে পারে বলেই মনে করছেন অনেকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা, তার ভাগ্যনির্ধারণ হবে এদিনই।
  • কিন্তু তার আগে নতুন ধাক্কা পাক বোর্ডের। ভারত যে পাকভূমে যাবে না, সেটা পরিষ্কার।
  • এর মধ্যে ইংলিশ ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হল, পাকিস্তান সুপার লিগ খেলার জন্য তাদের ক্রিকেটারদের অনুমতি দেবে না।
Advertisement