shono
Advertisement
Danish Kaneria

'ধর্ম বদলের জন্য চাপ দিত আফ্রিদি', পাকিস্তানে 'ধর্মীয় নিপীড়ন' নিয়ে বিস্ফোরক কানেরিয়া

দানিশ কানেরিয়া একেবারে স্পষ্ট করে নাম ধরে ধরে প্রাক্তন পাক ক্রিকেটারদের দিকে আঙুল তুলেছেন।
Published By: Subhajit MandalPosted: 05:17 PM Mar 13, 2025Updated: 05:17 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে বরাবরই ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসেছেন সংখ্যালঘু হিন্দুরা। ব্যতিক্রম ছিলেন না প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়াও। তাঁকে যে স্রেফ হিন্দু হওয়ার জন্য হেনস্তার শিকার হতে হয়েছে, সে অভিযোগ পুরনো। এবার তিনি আরও বিস্ফোরক অভিযোগ করছেন। দানিশের দাবি, তাঁকে ধর্ম বদলের জন্য চাপ দিতেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।

Advertisement

পাকিস্তানের হয়ে ৬১টি টেস্ট ম্যাচ খেলে ২৬১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার কানেরিয়া। দেশের জার্সিতে ১৮টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। বহু টেস্ট ম্যাচ হেলায় জিতিয়েছেন এই লেগ স্পিনার। কিন্তু স্রেফ ধর্মের জন্য দলের মধ্যে কয়েকজন সতীর্থের কাছে ব্রাত্য ছিলেন। অনেকেই তাঁর সঙ্গে এক টেবিলে বসে খেতে চাইতেন না। 

বুধবার ওয়াশিংটন ডিসিতে পাকিস্তানের সংখ্যালঘুদের একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কানেরিয়া বলেন, "আমরা এখানে একত্রিত হয়েছি, নিজেদের দুর্বিষহ অভিজ্ঞতা ভাগ করে নিতে। আমরা বিদ্বেষের শিকার। এবং সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই।" দানিশের কথায়, "আমাকে প্রচুর বিদ্বেষ সহ্য করতে হয়েছে। আমার কেরিয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানে যে সম্মান পাওয়ার কথা ছিল, সেই সম্মান আমি পাইনি। আজ আমি আমেরিকায়। আমি আমেরিকাবাসীকে জানাতে চাই আমাদের কী কী সহ্য করতে হয়েছে।"

দানিশ কানেরিয়া একেবারে স্পষ্ট করে নাম ধরে ধরে প্রাক্তন পাক ক্রিকেটারদের দিকে আঙুল তুলেছেন। তিনি বলছেন, "আমি কেরিয়ারে বেশ ভালোই এগোচ্ছিলাম। ইনজামাম উল হক আমাকে বেশ সাহায্য করেছেন। একমাত্র ইনজিই অধিনায়ক থাকাকালীন আমার পাশে থেকেছে। কিন্তু পাশাপাশি অনেক ক্রিকেটার আছেন যাঁরা আমার উপর অত্যাচার চালিয়েছে। শোয়েব আখতার, শাহিদ আফ্রিদিরা আমার সঙ্গে খেতেও বসতে চাইত না। শাহিদ আফ্রিদিই আসল লোক। ও আমাকে বারবার ধর্মবদলের জন্য চাপ দিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তানে বরাবরই ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে এসেছেন ‘সংখ্যালঘু’ হিন্দুরা।
  • তাঁকে যে স্রেফ হিন্দু হওয়ার জন্য হেনস্তার শিকার হতে হয়েছে, সে অভিযোগ পুরনো।
  • দানিশের দাবি, তাঁকে ধর্ম বদলের জন্য চাপ দিতেন প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।
Advertisement