সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের পাতা হাতে রেখে প্রার্থনা করে ফুঁ দিলেই পূরণ হবে মনের সাধ! ছোটবেলা থেকে এমনটাই বিশ্বাস করে বড় হয় কোটি কোটি ক্ষুদে। ক্রিকেট মাঠে দাঁড়িয়ে সেই শিশুসুলভ বিশ্বাস আবারও ফিরিয়ে এনেছেন রোহিত শর্মা। কিন্তু চোখের পাতায় ফুঁ দিয়ে কী প্রার্থনা করছিলেন হিটম্যান? সেই রহস্য ফাঁস করলেন ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচ।
বুধবার রায়পুরে দক্ষিণ আফ্রিকা ইনিংস শুরুর ঠিক আগেই দেখা যায়, বাউন্ডারির কাছে দাঁড়িয়ে রোহিতের সঙ্গে কথা বলছেন ঋষভ পন্থ। টিম ইন্ডিয়া তখন ফিল্ডিংয়ে নামার জন্য প্রস্তুত। তখনই দেখা যায়, পন্থ এগিয়ে এসে হিটম্যানের গাল থেকে চোখের একটি পাতা তুলে নিয়ে রোহিতের হাতে তুলে দেন। এরপর আঁখিপল্লব হাতে নিয়ে চোখ বন্ধ করে প্রার্থনা সেরে ফুঁ দিয়ে দেন। সেই ভিডিও হু হু করে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ভাইরাল ভিডিও ঘিরে নেটিজেনদের প্রশ্ন, কী চাইছিলেন রোহিত? কোন মনোবাসনা পূরণের জন্য এইভাবে প্রার্থনা করছিলেন প্রাক্তন অধিনায়ক? সেই জল্পনার অবসান ঘটালেন অভিষেক নায়ার। ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের মতে, "রোহিতের দুটো ইচ্ছা থাকতে পারে। প্রথমত, অবশ্যই ২০২৭ বিশ্বকাপ জিতে ট্রফিটা নিজের দু'হাতে জড়িয়ে ধরা। আর দ্বিতীয়টা হল, পরের ম্যাচে যেন সেঞ্চুরি করতে পারে।" তবে এই দুই বিষয় নিয়ে রোহিত মাঠে দাঁড়িয়ে প্রার্থনা করেছিলেন কিনা, তা অবশ্য স্পষ্ট নয়।
উল্লেখ্য, ২০২৩ সালে তীরে এসে তরী ডুবেছিল রোহিতের। দুর্দান্ত খেলে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত ট্রফি জিততে পারেনি হিটম্যানের ভারত। তারপর টি-২০ বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও বিশ্বকাপ হারানোর যন্ত্রণা আজও ভুলতে পারেননি হিটম্যান। তাই ২০২৭ বিশ্বকাপ জিততে কার্যত মরিয়া রোহিত। শেষ পর্যন্ত তাঁর স্বপ্ন কি পূরণ হবে?
