shono
Advertisement
Virat Kohli

এত কম টাকা, সত্যি! ম্যাচ সেরা কোহলির প্রাপ্তি দেখে নেটপাড়ার টিপ্পনি, 'ভামিকার পকেটমানি'

বিজয় হাজারেতে ম্যাচের সেরা হয়ে কত টাকা পেলেন কোহলি?
Published By: Arpan DasPosted: 08:22 PM Dec 26, 2025Updated: 08:22 PM Dec 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি ২০১০ সালে শেষবার বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন। তবে কামব্যাকে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন বিরাট। শুক্রবার তাঁর ব্যাট থেকে এল ৭৭ রান। দিল্লি ৯ রানে ম্যাচ জিতেছে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। আর বিজয় হাজারেতে ম্যাচের সেরা হয়ে ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন কোহলি। তাতে তিনি হাসিমুখে ছবি তুললেও নেটিজেনরা খোঁচা দিতে ছাড়ছেন না। যিনি কোটি কোটি টাকার মালিক, তিনি এই টাকা নিয়ে কী করবেন, সেই প্রশ্ন করছেন অনেকে।

Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজের সোনালি ফর্ম ঘরোয়া ক্রিকেটেও ধরে রেখেছেন বিরাট। বিজয় হাজারেতে ফিরে ১৩১ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি না এলেও দারুণ ব্যাটিং বিরাটের। প্রথম ১০ বলেই দুটি চার এবং একটি ছক্কা হাঁকান। ঝোড়ো ইনিংস খেলে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূরণ করেন কিং কোহলি। গুজরাটের বিরুদ্ধে ৭৭ রান করেই থামতে হল তাঁকে। অধিনায়ক ঋষভ পন্থ ৭০ রান করেন। প্রথমে ব্যাট করে দিল্লি তোলে ২৫৪ রান। শেষমেশ গুজরাটের বিরুদ্ধে ৯ রানে জেতে তারা।

তারপর ম্যাচের সেরা কোহলিকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক ম্যাচ বা আইপিএলের পুরস্কার মূল্যের চেয়ে যা অনেকটাই কম। তাছাড়া কোহলি কোটি-কোটি টাকার মালিক। সব মিলিয়ে 'মাত্র' ১০ হাজার টাকা নিয়ে কোহলি কী করবেন সেটাই প্রশ্ন? কেউ লিখেছেন, 'এই টাকাটা বিসিসিআইকে দিয়ে দিন। যাতে এই টাকা দিয়ে ম্যাচ সম্প্রচার করতে পারে।' কারণ রোহিত শর্মা বা বিরাট কোহলিদের ঘরোয়া ক্রিকেটে খেলতে 'বাধ্য' করা হলেও এই ম্যাচ সম্প্রচারের কোনও বন্দোবস্ত করেনি বোর্ড। আবার অনেকে লিখেছেন, 'গলি ক্রিকেটের মতো পুরস্কার দেওয়া হয়েছে।' কেউ লিখেছেন, 'এটা তো ভামিকার পকেটমানি।'

তবে এই পুরস্কার নিয়েও কোহলি যেভাবে হাসিমুখে ছবি তুলেছেন, তারও প্রশংসা হচ্ছে। অনেকে লিখেছেন, 'এটাই মহত্ত্ব। যিনি কোটি কোটি টাকার মালিক, তিনি ১০ হাজার টাকা পেয়েও খুশি। ক্রিকেটকে ভালোবাসার এটাই প্রমাণ।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিরাট কোহলি ২০১০ সালে শেষবার বিজয় হাজারে ট্রফি খেলেছিলেন।
  • তবে কামব্যাকে দুরন্ত ফর্ম ধরে রেখেছেন বিরাট।
  • শুক্রবার তাঁর ব্যাট থেকে এল ৭৭ রান। দিল্লি ৯ রানে ম্যাচ জিতেছে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।
Advertisement