সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে বড়াপাও। মুম্বই তথা মহারাষ্ট্রের এই বিখ্যাত খাবার খেতে খুবই পছন্দ করতেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। মাঝেসাঝে প্রিয় খাবার নিয়ে কটাক্ষও সহ্য করতে হয়েছে তাঁকে। কিন্তু কেরিয়ারের একেবারে সায়াহ্নে এসে ফিটনেস নিয়ে খুবই সচেতন হয়ে গিয়েছেন হিটম্যান। এখনও কি বড়াপাও খান তিনি? সেই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে খেলার পর আবার জাতীয় দলে ফিরতে চলেছেন রোহিত। আগামী রবিবার থেকে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার জন্য মুম্বইয়ে অনুশীলনে নেমে পড়েছেন রোহিত। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও মন দিয়েছেন। হিটম্যানকে কাছ থেকে দেখার জন্য অনুশীলনেও ভিড় জমিয়েছেন ভক্তরা।
সেই অনুশীলন থেকেই ভাইরাল হয়েছে মজার এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, প্র্যাকটিসের মাঝে বিশ্রাম নিতে নেটের ধারে এসেছেন হিটম্যান। তাঁকে দেখে অনেকেই নানা কথা বলতে থাকেন। এক ভক্ত চেঁচিয়ে ওঠেন, "রোহিত ভাইয়া, বড়াপাও পাহিজে কা?" অর্থাৎ, "রোহিত ভাই, আপনি একটা বড়াপাও খাবেন?" তবে ফিটনেস সচেতন রোহিত এখন প্রিয় বড়াপাওয়ের দিকে ফিরেও তাকান না। তাই ভক্তের প্রশ্নের জবাবে রোহিত হাত নেড়ে জানিয়ে দেন, তিনি খাবেন না।
প্রসঙ্গত, টেস্ট এবং টি-২০ থেকে অবসর নেওয়ার পর কেবল ওয়ানডে’তে খেলেন রোহিত। তারপর ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজেও বেশ ভালো ফর্মে ছিলেন। মুম্বইয়ের হয়ে খেলছেন বিজয় হাজারে ট্রফি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ১৫৫ রান করেছিলেন। তাঁকে দেখতে অন্তত ১২ হাজার ভক্ত মাঠে ভিড় জমিয়েছিলেন। নতুন বছরে নিউজিল্যান্ডের বিরদ্ধেও সেই ছন্দ ধরে রাখবেন হিটম্যান, আশায় ভক্তরা।
