shono
Advertisement
Gautam Gambhir

অক্ষরদের উপেক্ষা, 'চোখের মণি'কে জাতীয় দলে সুযোগ! নেটদুনিয়ার রোষে 'পক্ষপাতদুষ্ট' গম্ভীর

ওয়াশিংটন সুন্দরের পরিবর্তের নাম ঘোষণা করা হয়েছে সোমবার। তারপর থেকেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
Published By: Anwesha AdhikaryPosted: 11:10 AM Jan 13, 2026Updated: 01:53 PM Jan 13, 2026

পারফরম্যান্স বা অভিজ্ঞতা নয়, জাতীয় দলে সুযোগ পেতে গেলে দরকার গৌতম গম্ভীরের 'স্নেহ'! এমনটাই মনে করছে ভারতীয় ক্রিকেটমহল। সোমবার ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসাবে তরুণ ব্যাটার আয়ুষ বাদোনির নাম ঘোষণা করা হয়েছে। তারপর থেকেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের প্রশ্ন, ঘরোয়া ক্রিকেটে হতশ্রী পারফরম্যান্সের পরেও কোন যুক্তিতে জাতীয় দলে ডাক পান বাদোনি? গম্ভীরের 'চোখের মণি' বলেই কি এই সুযোগ পেয়েছেন?

Advertisement

নিউজিল্যান্ড সিরিজ শুরুর ঠিক আগে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই উইকেটরক্ষক। সেই রেশ কাটতে না কাটতেই চোটের কবলে টিম ইন্ডিয়ার আরও এক ক্রিকেটার। প্রথম ওয়ানডে চলাকালীন চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই আঘাত এতটাই গুরুতর যে, গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে হল তারকা অলরাউন্ডারকে। তাঁর পরিবর্ত হিসাবে আগামী দু'টি ওয়ানডের জন্য স্কোয়াডে এসেছেন বাদোনি। টিম ম্যানেজমেন্টের সেই সিদ্ধান্তকেই তুলোধোনা করছেন ক্রিকেটপ্রেমীরা।

চলতি বিজয় হাজারে ট্রফিতে একেবার দাগ কাটতে পারেননি দিল্লির এই ব্যাটার। সবমিলিয়ে তিন ইনিংসে তাঁর সংগ্রহ মাত্র ১৬ রান। যদিও রনজি ট্রফিয়ে তিনটি হাফসেঞ্চুরি করেছেন। রান পেয়েছেন দলীপ ট্রফিতেও। কিন্তু সাম্প্রতিক ফর্ম ঘিরেই বাদোনিকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনরা। কারও মতে, গম্ভীর যখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন তখন থেকেই বাদোনিকে পছন্দ করতেন। তাই এখন জাতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে তাঁকে।'

অনেকে প্রশ্ন তুলছেন, মাঝেমাঝে বল করলেও বাদোনি মূলত ব্যাটার। যেখানে অক্ষর প্যাটেলের মতো স্পিনার অলরাউন্ডার রয়েছেন, সেখানে সুন্দরের পরিবর্ত হিসাবে কেন বাদোনিকে বেছে নেওয়া হল? সেটার কারণ কি গম্ভীরের ব্যক্তিগত পছন্দ? ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে, বাদোনি হয়তো জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্য কিন্তু সেটা আরও কয়েকদিন পরে। তাঁকে নিয়ে অযথা তাড়াহুড়ো করল গম্ভীরের ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার। কিন্তু সেই সুযোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেল পক্ষপাতিত্বের বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement