shono
Advertisement
Sourav Ganguly

'দায়িত্ব নিয়ে ছবিটা বদলে দাও', লাল বলে রানখরা কাটাতে রোহিতকে পরামর্শ সৌরভের

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কি থাকবেন রোহিত?
Published By: Arpan DasPosted: 10:00 AM Mar 18, 2025Updated: 10:00 AM Mar 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফর্মের জোয়ারভাটা চলছে রোহিত শর্মার ব্যাটে। ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেও টেস্টে রান পাচ্ছেন না। অস্ট্রেলিয়া সিরিজে তার প্রমাণ পাওয়া গিয়েছে। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সেখানে কী ফর্মে ফিরতে পারবেন হিটম্যান? সেই বিষয়ে রোহিতকে পরামর্শ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

Advertisement

সাম্প্রতিক সময়ে জোর চর্চা চলেছে রোহিত টেস্ট দলে আর সুযোগ পাবেন কি না? তিনি নিজে অবশ্য অবসরের জল্পনা উড়িয়ে দিয়েছেন। তবে যদি ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে সুযোগও পান সেটা হবে অগ্নিপরীক্ষা। তার উপর নির্ভর করবে রোহিতের টেস্ট ভাগ্য। সেটা মনে করিয়ে দিচ্ছেন সৌরভও।

সম্প্রতি রেভস্পোর্টজের অনুষ্ঠানে তিনি বলেন, "আমাকে গত ৪-৫ বছরে একটা বিষয় খুব অবাক করেছে। রোহিতের যা প্রতিভা, তাতে ওর আরও ভালো করা উচিত ছিল। সামনের ইংল্যান্ড সিরিজ নিয়ে ওর ভাবনাচিন্তা করা উচিত। অস্ট্রেলিয়া সফরের মতো এটাও কঠিন হবে। সাদা বলে ও সেরাদের মধ্যে অন্যতম। কিন্তু লাল বলেও পারফর্ম করতে হবে।"

সেই সঙ্গে বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতির সংযোজন, "আমি সব সময় বলেছি রোহিত দারুণ অধিনায়ক। আমি নিজে অধিনায়ক ছিলাম, ফলে নেতৃত্বের গুণ দেখলে বুঝতে পারি। আমি জানি না ও টেস্ট ক্রিকেট কতদিন খেলবে। তবে যদি আমার কথা রোহিতের কাছে পৌঁছয়, তাহলে বলব এবার ওর লাল বলের ক্রিকেটের পরিস্থিতি বদলানোর দায়িত্ব নেওয়া উচিত। ভারত এই মুহূর্তে টেস্টে ভালো খেলতে পারছে না। তাই ইংল্যান্ডে ভালো কিছু করার রাস্তা খুঁজে বের করতে হবে।" সৌরভ তো পরামর্শ দিলেন। রোহিত কি শুনছেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফর্মের জোয়ারভাঁটা চলছে রোহিত শর্মার ব্যাটে। ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠলেও টেস্টে রান পাচ্ছেন না।
  • অস্ট্রেলিয়া সিরিজে তার প্রমাণ পাওয়া গিয়েছে। সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ।
  • সেখানে কী ফর্মে ফিরতে পারবেন হিটম্যান? সেই বিষয়ে রোহিতকে পরামর্শ ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
Advertisement