shono
Advertisement
Harbhajan Singh

কোচেদের অতিসক্রিয়তাই ডুবিয়েছে মুম্বইকে, জয়বর্ধনেকে তোপ ভাজ্জির

আর কী বলেছেন প্রাক্তন এই স্পিনার?
Published By: Prasenjit DuttaPosted: 09:19 PM Jun 02, 2025Updated: 11:07 AM Jun 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু গত পাঁচ বছর ট্রফিহীন তারা। পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে উঠতে পারেনি পাণ্ডিয়া ব্রিগেড। আর এতে বেজায় চটেছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং। অতিরিক্ত নাক গলাতে গিয়েই ডুবতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে বলে সুর চড়িয়েছেন ভাজ্জি।

Advertisement

তিনি বলেন, "মুম্বই ইন্ডিয়ান্সের ডাগআউটের দিকে তাকান। বোলাররা যখন মার খাচ্ছে তখন বাইরে থেকে হাজার একটা পরামর্শ ভেসে আসছে। বুমরাহের মতো বোলারকে কোচ বলে দিচ্ছে ওকে কী করতে হবে।"

তিনি আরও বলেন, "কঠিন সময়ে তো ড্রেসিংরুমকে সব সময় শান্ত থাকতে হয়। ধৈর্যও ধরতে হয়। কোচের কাজ হতাশা প্রকাশ করা নয়। তিনি কেবল পরামর্শ দিতে পারেন। কিন্তু অতিসক্রিয়তা দেখাতে পারেন না তাঁরা। মুম্বইয়ের ক্ষেত্রে সেটাই হচ্ছে। এতে দলের মনোবলে আঘাত লাগে।"

এখানেই থেমে থাকেননি ভাজ্জি। মুম্বইয়ের ভরাডুবির জন্য মুম্বইয়ের হেডকোচ মাহেলা জয়বর্ধনেকে দায়ী করে তিনি বলেন, "জয়বর্ধনে ওর কেরিয়ারে দারুণ সফল। একটা কথা, ও কিন্তু খেলোয়াড় হিসেবে কখনওই আইপিএল জেতেনি। কোচ হিসেবে মুম্বইকে প্লে অফে তুললেও ওকে কিন্তু ডাগআউটে বেশ বিরক্তই দেখিয়েছে। মুম্বই দলে রোহিত, পাণ্ডিয়াদের মতো অনেক বড় বড় প্লেয়ার আছে। ওদেরকে ওদের মতো করেই ছেড়ে দেওয়া উচিত। তাহলে হয়তো পরিস্থিতি সামলানো যেত। বুঝতে হবে ওরা একসঙ্গে অনেক ট্রফি জিতেছে। তাই ওদের উপর ভরসা রাখা উচিত। কিন্তু মুম্বইয়ের ক্ষেত্রে উলটোটাই ঘটেছে। ওদের কোচেরা বাড়তি উৎসাহ দেখিয়েছে। বাইরে থেকে আকার ইঙ্গিতে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু গত পাঁচ বছর ট্রফিহীন তারা।
  • পাঞ্জাব কিংসের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে উঠতে পারেনি পাণ্ডিয়া ব্রিগেড।
  • আর এতে বেজায় চটেছেন প্রাক্তন স্পিনার হরভজন সিং।
Advertisement