shono
Advertisement
Ben Stokes Controversy

'ক্রিকেটের স্পিরিট মেনে চলেনি ওরা', হ্যান্ডশেক বিতর্কে স্টোকসের পাশে প্রাক্তন প্রোটিয়া পেসার

কী বলেছেন প্রাক্তন ক্রিকেটার?
Published By: Prasenjit DuttaPosted: 12:46 PM Jul 29, 2025Updated: 12:46 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টারে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ডামাডোল অব্যাহত। ড্রয়ের আজব প্রস্তাব দিয়ে এমনিতেই নেটিজেনদের রোষানলে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ঘরে বাইরে ইংল্যান্ড অধিনায়কের আচরণের সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়ে গেলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে।

Advertisement

হ্যান্ডশেক বিতর্ককে উদ্ধৃত করে দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরেজ শামসি সোশাল মিডিয়ায় লেখেন, 'ভারতের সামনে ড্রয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। তা জাদেজা এবং সুন্দর মানেননি বলে এত কথা হচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওদের রয়েছে। দু'জনেই সেঞ্চুরির দোরগোড়ায় ছিল। এই সেঞ্চুরি ওদের প্রাপ্য ছিল।'

শামসির এই পোস্টের উত্তরে স্টেইন লেখেন, 'একটা বিষয় তুলে ধরতে চাই। যেটা অনেকেই বুঝতে পারছে না। ব্যাটাররা কিন্তু সেঞ্চুরির জন্য খেলেনি। ওরা খেলেছিল ড্রয়ের জন্য। মূল লক্ষ্য সেটাই ছিল। সেই লক্ষ্য যখন পূরণ হয়ে গেল, তখন কেন ওরা ড্র মেনে নিয়ে হ্যান্ডশেক করল না? প্রস্তাব মেনে নিলে সেটা ভদ্রলোকের মতো কাজ হত।' অর্থাৎ প্রাক্তন প্রোটিয়া পেসার বকলমে জাদেজা, সুন্দরকেই সমালোচনা করলেন।

এখানেই শেষ নয়। স্টেইনের সংযোজন, 'ম্যাচ বাঁচিয়ে নিয়ে ওদের হয়তো মনে হয়েছে ফাঁকতালে সেঞ্চুরি করে নেওয়া যাক। আমার প্রশ্ন হল, ওদের যদি সেঞ্চুরি করার লক্ষ্য থাকত, তাহলে শেষের দিকে ওরা আগ্রাসী ব্যাটিং কেন করেনি? সেই কারণেই আমার মনে হয়েছে ক্রিকেটের স্পিরিট ওরা মেনে চলেনি।'

রবীন্দ্র জাদেজা তখন ৮৭ রানে অপরাজিত। ৮০-তে ওয়াশিংটন সুন্দর। ভারত তখন ৭৫ রানে এগিয়ে। সেই সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস পারস্পরিক সম্মতিতে খেলা বন্ধ করতে চান। তখনও ১৫ ওভার খেলা বাকি। স্টোকস বুঝে গিয়েছিলেন, ম্যাঞ্চেস্টার টেস্টের ভবিতব্য ড্র। সেই কারণেই তিনি জাদেজা এবং ওয়াশিংটনের কাছে এগিয়ে যান ড্রয়ের প্রস্তাব নিয়ে। করতে যান হ্যান্ডশেক। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন দুই ভারতীয় ব্যাটার। এই প্রসঙ্গে স্টোকসের সংযোজন, “আমাদের বোলাররা যথাসাধ্য চেষ্টা করেছিল। জেতার সুযোগ থাকলে খেলা চালিয়ে যেতাম। কিন্তু ততক্ষণে পরিষ্কার হয়ে গিয়েছিল, ড্র হতে চলেছে ম্যাচ। সেই কারণেই ১৫ ওভার আগে ড্রয়ের প্রস্তাব দিয়েছিলাম।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ম্যাঞ্চেস্টারে হ্যান্ডশেক বিতর্ক নিয়ে ডামাডোল অব্যাহত।
  • ড্রয়ের আজব প্রস্তাব দিয়ে এমনিতেই নেটিজেনদের রোষানলে পড়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।
  • এই পরিস্থিতিতে তিনি পাশে পেয়ে গেলেন প্রোটিয়া পেসার ডেল স্টেইনকে।
Advertisement