shono
Advertisement
Frank Nsubuga

৪৩ বছর বয়সে বিশ্বকাপ দলে, প্রবীণতম ক্রিকেটার হিসেবে নজির গড়তে চলেছেন উগান্ডার তারকা

প্রথমবার বিশ্বকাপ খেলতে নামছে উগান্ডা। দল ঘোষণাতেও চমক দিল আফ্রিকার দলটি।
Posted: 05:09 PM May 07, 2024Updated: 05:18 PM May 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোয়ান্ডাকে মাটি ধরিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup) খেলার যোগ্যতা অর্জন করেছিল উগান্ডা (Uganda)। নজির গড়েছিল তারা। এবার দলগঠনেও নজর কাড়ল আফ্রিকার দেশটি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সোমবার ঘোষণা করেছে উগান্ডা। সেই দলে জায়গা পেয়েছেন ৪৩ বছর বয়সি অফস্পিনার ফ্র্যাঙ্ক সুবুগা (Frank Nsubuga)। উগান্ডার দলগঠনের থেকেও সুবুগাকে নিয়েই বেশি চর্চা হচ্ছে। প্রবীণতম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামবেন তিনি।
ওমানের মহম্মদ নাদিম এবং নাদিম খুশি ৪১ বছর বয়সে বিশ্বকাপ খেলতে নামবেন। কিন্তু সুবুগা তাঁদের থেকেও বয়োজ্যেষ্ঠ। ১৫ জনের যে দল উগান্ডা ঘোষণা করেছে, সেই দলকে নেতৃত্ব দেবেন ব্রায়ান মাসাবা। সহ-অধিনায়কত্ব করবেন রিয়াজাত আল শাহ। 

Advertisement

[আরও পড়ুন: ‘ওরকম না করলেও চলত’, অতীতের আচরণ নিয়ে আক্ষেপ গম্ভীরের]


ফ্র্যাঙ্ক সুবুগা ক্রিকেটবিশ্বে বেশ পরিচিত মুখ। বর্ষীয়ান এই অফ স্পিনার ৫৪টি টি-টোয়েন্টি ম্যাচ থেকে ৫৫টি উইকেট নেন। তাঁর ইকোনমি রেট ৪.৭৯। ৯ রানে ৩ উইকেট সুবুগার সেরা বোলিং। উগান্ডা প্রথম ম্যাচ খেলতে নামছে ৩ জুন। গায়নায় হবে ম্যাচটি। প্রথম ম্যাচে উগান্ডার প্রতিপক্ষ আফগানিস্তান। গ্রুপ সি-তে উগান্ডার সঙ্গে রয়েছে নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ফ্র্যাঙ্ক সুবুগা কেমন পারফর্ম করেন সেদিকেই নজর থাকবে ভক্ত-অনুরাগীদের। 

[আরও পড়ুন: নয়ে কেন ধোনি? বরফ গলাল চেন্নাই, কারণ জানলে মাহিকে কুর্নিশ জানাবেন আপনিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোয়ান্ডাকে মাটি ধরিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T-20 World Cup) খেলার যোগ্যতা অর্জন করেছিল উগান্ডা (Uganda)।
  • নজির গড়েছিল তারা। এবার দলগঠনেও নজর কাড়ল আফ্রিকার দেশটি।
  • আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল সোমবার ঘোষণা করেছে উগান্ডা।
Advertisement