সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশবাসী। এই নারকীয় ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেটাররা। ধর্মের নামে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি থেকে মহম্মদ সিরাজও। এবার সেই তালিকায় যোগ দিলেন পাকিস্তানের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া। বেছে বেছে হিন্দুদের টার্গেট করার অভিযোগে সুর চড়িয়েছেন তিনি।
কানেরিয়া এক্স হ্যান্ডলে লেখেন, "পহেলগাঁওয়ে ফের বর্বর হামলা। বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক কিংবা কাশ্মীর - একই মানসিকতা নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। কিন্তু যাঁরা 'ধর্মনিরপেক্ষ' এবং বিচারব্যবস্থায় আস্থা রাখেন, তাঁরা এই কাপুরুষ হামলাকারীদের 'নিপীড়িত সংখ্যালঘু' বলে মনে করেন। যাঁদের পরিবার এই হামলায় ক্ষতিগ্রস্ত, তাঁরা যেন ন্যায়বিচার পায়।"
পহেলগাঁওয়ে এই ঘটনার পর পাকিস্তান বলেছে, এই কাপুরুষোচিত হামলায় তাদের কোনও ভূমিকা নেই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের কথায়, "এই আক্রমণের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা যেকোনও সন্ত্রাসবাদকে প্রত্যাখ্যান করি।" পাকিস্তানের একটি টিভি নিউজ চ্যানেলে খাজা আসিফ বলেন, "এই হামলার পিছনে ভারতের লোকেরাই রয়েছে। সেখানকার মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছে।"
ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছেন শুভমান গিল, পার্থিব প্যাটেল, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, কেএল রাহুল, মহম্মদ শামির মতো ক্রিকেটাররাও। শোকপ্রকাশ করেছেন পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ হাফিজও। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'দুঃখজনক এবং হৃদয়বিদারক'।
