shono
Advertisement
Gautam Gambhir

ভারতীয় ক্রিকেটে গৃহযুদ্ধ! 'নিজের লোকেদের বিরুদ্ধেই লড়িয়ে দিচ্ছে', বিস্ফোরক পোস্ট কোচ গম্ভীরের

কোচ হিসাবে গম্ভীর এই মুহূর্তে অগ্নিপরীক্ষার সম্মুখীন। টেস্টে তাঁর রেকর্ড রীতিমতো শোচনীয়। ওয়ানডেতেও তথৈবচ।
Published By: Subhajit MandalPosted: 09:54 AM Jan 22, 2026Updated: 09:54 AM Jan 22, 2026

ভারতীয় ক্রিকেটে কি গৃহযুদ্ধ চলছে? কোচ গম্ভীরকে লড়তে হচ্ছে নিজের লোকেদের সঙ্গেই? বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ জেতার পরই রীতিমতো বিস্ফোরণ ঘটালেন কোচ গৌতম গম্ভীর। গভীর রাতের এক টুইটে গুরু গম্ভীর ইঙ্গিত করলেন, কোচ হিসাবে তাঁর অসীম ক্ষমতা রয়েছে বলে যে দাবি করা হচ্ছে, সেই দাবি ভ্রান্ত। এখন তাঁকে নিজেদের লোকেদের বিরুদ্ধেই লড়িয়ে দেওয়া হচ্ছে।

Advertisement

আসলে কোচ গম্ভীরকে নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেখানে গম্ভীরের দৃঢ়চেতা মানসিকতার প্রশংসা করেন তিনি। থারুর বলেন, "নাগপুরে আমার পুরনো বন্ধু গৌতম গম্ভীরের সঙ্গে বেশ খানিকটা কথা হল। এই লোকটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর দেশের সবচেয়ে কঠিন চাকরিটা করতে হচ্ছে। প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ ওকে কটাক্ষ করে। কিন্তু ও নীরবে শান্তভাবে একাগ্রতার সঙ্গে কাজটা করে যায়। ওঁর নেতৃত্ব এবং একগ্রতার জন্য প্রশংসা প্রাপ্য।"

বুধবার রাতের দিকে থারুরের সেই পোস্টটি শেয়ার করে গম্ভীর বলেন, "অনেক ধন্যবাদ থারুরকে। সব বিতর্ক শেষ হওয়ার পর কোচের অসীম ক্ষমতা নিয়ে যুক্তি এবং সত্যিটা প্রকাশ্যে আসবে। ততদিন আমাকে যেভাবে নিজেদের লোকেদের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে, যারা কিনা নিজেদের জায়গায় সেরা সেটাই আমি উপভোগ করছি।" গম্ভীরের কথাতেই ইঙ্গিত, যেভাবে দলের মহারথীদের বিরুদ্ধে তাঁর লড়াই চলছে বলে সোশাল মিডিয়ায় প্রচার করা হয়, সংবাদমাধ্যমে লেখালেখি হয়, বা ধারণা তৈরি করা হয়, সেটা আসলে সত্যি নয়। যেভাবে ভারতীয় ক্রিকেট গৃহযুদ্ধ চলছে বলে প্রচার করা হয়, সেসব তাঁকে কষ্ট দেয়।

উল্লেখ্য, কোচ হিসাবে গম্ভীর এই মুহূর্তে অগ্নিপরীক্ষার সম্মুখীন। টেস্টে তাঁর রেকর্ড রীতিমতো শোচনীয়। ওয়ানডেতেও তথৈবচ। একমাত্র টি-২০ ক্রিকেটে তাঁর দল ভালো খেলছে। সামনে সেই ফরম্যাটেরই বিশ্বকাপ। তাঁর আগে নিজের অবস্থান নিয়ে খানিক আক্ষেপের কথাই শোনা গেল কোচ গম্ভীরের মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement