শিলাজিৎ সরকার: রনজি ট্রফিতে শুরুটা ভালো হয়েছে। এখনও পর্যন্ত গ্রুপ শীর্ষে রয়েছে বাংলা। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও আশা জাগিয়ে শেষমেশ ব্যর্থ দল। লক্ষ্মীরতন শুক্লার টিমের এখন লক্ষ্য বিজয় হাজারে ট্রফি। আগামী ২৪ ডিসেম্বর থেকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে। সেখানে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দলে আছেন মহম্মদ শামি।
শামিকে প্রথম তিন ম্যাচে পাওয়া যাবে কি না, সেটা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা ছিল। শামি রনজিতে খেলেছিলেন। টি-টোয়েন্টির সব ম্যাচ খেলেছেন। শুক্রবার যে দল ঘোষণা করা হয়েছে, তাতে শামি তো আছেনই, পাশাপাশি মুকেশ কুমার এবং আকাশ দীপ রয়েছেন। ওয়ানডে দলে কামব্যাক করতে শামির পাখির চোখ হবে এই টুর্নামেন্ট। চতুর্থ পেসার হিসেবে আছেন সায়ন ঘোষ। টিমে সুযোগ পেয়েছেন তরুণ পেসার রবি কুমার। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো বোলিং করছেন তিনি। এবার অনুর্ধ্ব ২৩ টিমের হয়েও রবির পারফরম্যান্স যথেষ্ট ভালো। তাঁকে সিনিয়র টিমে ডেকে নেওয়া হল। ফলে রনজির মতো পেস বোঝাই দল নিয়েই বিজয় হাজারেতে নামবে বাংলা।
বাংলা গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ খেলবে রাজকোটে। দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দলের অন্যতম সেরা তারকা অনুষ্টুপ মজুমদার রয়েছেন। টি-টোয়েন্টিতে ভালো পারফর্ম করা করণ লাল রয়েছেন। উইকেটকিপারের দায়িত্ব সামলাবেন অভিষেক পোড়েল। আছেন অলরাউন্ডার শাহবাজ আহমেদও। এছাড়া অনূর্ধ্ব ১৯ বাংলা দল থেকে দুই ক্রিকেটার চন্দ্রহাস দাস ও উইকেটকিপার-ব্যাটার সুমিত নাগকে নেওয়া হয়েছে।
বিজয় হাজারে ট্রফিতে বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, সুদীপ কুমার ঘরামি, সুমন্ত গুপ্ত, সুমিত নাগ, চন্দ্রহাস দাস, শাহবাজ আহমেদ, করণ লাল, মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমার, সায়ান ঘোষ, রবি কুমার, আমির গনি, বিশাল ভাটি, অঙ্কিত মিশ্র।
