shono
Advertisement
ICC Champions Trophy 2025

স্টেডিয়াম থেকে ভারতের পতাকা উধাও! চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বিতর্কে পাকিস্তান, ভাইরাল ভিডিও

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রত্যেক দলের পতাকা উড়তে দেখা গিয়েছে সেখানে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:36 AM Feb 17, 2025Updated: 03:56 PM Feb 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুদিন পরেই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025)। অংশগ্রহণকারী দলগুলির অনেকেই পৌঁছে গিয়েছে পাকিস্তানে। মেগা টুর্নামেন্টের জন্য অনুশীলন শুরু করেছে ভারতও। তার মধ্যেই ফের নতুন করে বিতর্কে জড়াল পাকিস্তানের স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী প্রত্যেক দলের পতাকা উড়তে দেখা গিয়েছে সেখানে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে সেখানে নেই ভারতের পতাকা।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান নিয়ে দীর্ঘদিন ধরে প্রবল ডামাডোল হয়েছে। নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যেতে চায়নি টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সমস্যা সমাধান হয়েছে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে ভারত। তারপরে জার্সি নিয়েও শুরু হয় জটিলতা। খবর ছড়ায়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে জার্সি পরে নামবে, সেখানে লেখা যাবে না ‘পাকিস্তান’ শব্দটি। আয়োজক দেশ হলেও রোহিতদের জার্সিতে তাদের নাম চাইছে না বিসিসিআই। গোটা ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে পাক বোর্ড। তবে শেষ পর্যন্ত টিম ইন্ডিয়ার জার্সিতে 'পাকিস্তান' লেখা থাকবে বলেই জানা গিয়েছে।

আগামী বুধবার থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু তার আগে ফের ভারত-পাক বিতর্ক শুরু হল। করাচি স্টেডিয়ামের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রত্যেকটি দেশের পতাকা রাখা হয়েছে। কিন্তু সেখানে নেই ভারতের তেরঙ্গা। ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, কেন ভারতের পতাকা বাদ দেওয়া হল করাচির স্টেডিয়াম থেকে? অনেকের দাবি, ভারত যেহেতু পাকিস্তানে খেলবে না সেই জন্যই হয়তো পতাকা রাখা হয়নি। কিন্তু অন্য়দের মত, অংশগ্রহণকারী প্রত্যেক দেশের পতাকাই সমান গুরুত্ব সহকারে স্টেডিয়ামে রাখা উচিত। যদিও এই ঘটনায় ভারত বা পাক বোর্ডের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যেতে চায়নি টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে সমস্যা সমাধান হয়েছে।
  • আগামী বুধবার থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু তার আগে ফের ভারত-পাক বিতর্ক শুরু হল।
  • এই ঘটনায় ভারত বা পাক বোর্ডের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Advertisement