ভারতে নিরাপত্তা নেই! আইসিসি থেকে নাকি সেটা জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমনকী ভারতে কোথায় কোথায় নিরাপত্তার 'ঘাটতি' রয়েছে, সেটাও নাকি আইসিসি জানিয়ে দিয়েছে। রীতিমতো সাংবাদিক সম্মেলন করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর বাংলাদেশের এই 'আজব' দাবির পালটা আইসিসি'র জবাব, 'সব মিথ্যা কথা'!
ভারতে আসতে রাজি নয় বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে। তাদের আরও দাবি, আইসিসি'র চিঠিতে এটা ছাড়াও ভারতে দু'টি সমস্যার কথা বলা হয়েছে। তার মধ্যে একটি হল, বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে। আরেকটি হল, যেহেতু বাংলাদেশে নির্বাচন আছে, তাই সেটারও প্রভাব পড়বে। ঘটা করে আসিফ নজরুল আইসিসি'র মুখে এই কথাগুলো বসিয়ে দিয়েছেন।
যার জবাবে আইসিসি'র এক সূত্র সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "ভারতে নিরাপত্তা নিয়ে আইসিসি'র সঙ্গে কিছু বিসিবি'র কথা হয়েছে। কিন্তু আসিফ নজরুল যা বলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। আইসিসি কখনই মুস্তাফিজুরকে নিয়ে কিছু বলেনি। এই নিয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। সম্পূর্ণ মিথ্যাচারণ করা হচ্ছে।" অর্থাৎ আইসিসি'র তরফ থেকে আসিফ নজরুলকে 'মিথ্যাবাদী' বলে দেওয়া হল।
আসলে মুস্তাফিজুরকে বাদ দেওয়া থেকে ভারতে খেলতে না আসার 'বায়নাক্কা'- গোটা ব্যাপারটিকেই রাজনৈতিক মোড়ক দিতে চাইছে বাংলাদেশ। পদ্মাপারে নির্বাচন আসন্ন। এই পরিস্থিতিতে 'ভারত বিদ্বেষী' হাওয়াকে মদত দিতে চাইছে বাংলাদেশ। ভারতে 'নিরাপত্তা' নেই এই ধুয়ো তুললে তা বাংলাদেশে জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এই 'সস্তা' প্রচারের লোভে কি আরও বড় ভুল করে ফেলল বাংলাদেশ? কারণ একবার 'মিথ্যাবাদী' দাগ পিঠে পড়ে গেলে আইসিসি কিন্তু বাংলাদেশের কোনও সমস্যাতেই আর কান দেবে না।
