টুর্নামেন্ট বদলায়, মাঠ বদলায়। বদলায় না শুধু ভারত-বাংলাদেশ ম্যাচের ফলাফল। আরও একবার ২২ গজের লড়াইয়ে ওপার বাংলাকে হারাল ভারত। এবার বৃষ্টিও বাঁচাতে পারল না বাংলাদেশকে। যুব বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৮ রানে জয় পেল টিম ইন্ডিয়া।
ভারত-বাংলাদেশ দুদেশের কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। একই অবস্থা ক্রিকেটীয় সম্পর্কেরও। মুস্তাফিজুর বিতর্ক এবং বাংলাদেশের ভারতে খেলতে আসতে না চাওয়া দু'দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। এদিন সেই উত্তেজনায় নয়া মাত্রা যোগ করে, দুদেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন না করায়। এই পরিস্থিতিতে ছোটদের এই মেগা লড়াইয়ে নজর ছিল দু'দেশের ক্রিকেটপ্রেমীদেরই। আর সেই লড়াইয়ে আবারও শেষ হাসি হাসল ভারত।
টিম ইন্ডিয়ার হয়ে ম্যাচের শুরুটা দুর্দান্ত করেছিল বৈভব সূর্যবংশী। ৬৭ বলে ৭২ রানের ইনিংসে ভারতীয় ইনিংসের ভিত গড়ে দেয় সে। এদিন বিরাট কোহলির রেকর্ড ভেঙে যুব ওয়ানডেতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নতুন উচ্চতায় পৌছেছে বৈভব। ২৮ ম্যাচে বিরাটের রান ছিল ৯৭৮। শনিবার শুরুতেই সেই রান পেরিয়ে যায় বৈভব। ১৪ বছরের কিশোরের রান এখন ১,০২৬। মাত্র ২০ ইনিংসে বিহারের তারকা ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করেছে। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বৈভব এখন সাতে। বৈভবের ওই রেকর্ডের দিন নজর কাড়ে অভিজ্ঞান কুণ্ডু। ৮০ রানের ঝকঝকে ইনিংস খেলে সে। দুই ব্যাটারের অর্ধশতরানে ভর করে ভারত প্রথম ইনিংসে তোলে ২৩৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। একটা সময় ৩ উইকেটে ১০৬ রান তুলে ফেলে তারা। কিন্তু তারপরই আঘাত হানে বৃষ্টি। দীর্ঘক্ষণ বৃষ্টির জন্য খেলা বন্ধ রাখতে হয়। তাতেই যাবতীয় গতি হারিয়ে ফেলেন বাংলাদেশ ক্রিকেটাররা। খেলা শুরুর সময় তাঁদের টার্গেট দেওয়া হয়েছিল ২৯ ওভারে ১৬৫। সেই টার্গেটের চাপে একের পর এক উইকেট খোয়াতে থাকে তারা। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় ১৪৬ রানে। ভারত ডাকওয়ার্থ লুইস নিয়মে ১৮ রানে জয় পায়। যা বর্তমান পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ।
