টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। তাদের তিনটি ম্যাচ খেলার কথা ছিল ইডেন গার্ডেন্সে। ফলে প্রশ্ন উঠছে, ইডেনে তাহলে কি অন্য কোনও ম্যাচ দেওয়া হবে? তবে এতসব ধোঁয়াশার মধ্যেও ক্রিকেটের নন্দনকাননে জোর কদমে চলছে বিশ্বকাপের প্রস্তুতি। জানা গিয়েছে, বৃহস্পতিবার ইডেন পরিদর্শনে এসেছিলেন আইসিসি প্রতিনিধিরা। বিশ্বকাপের প্রস্তুতি দেখে তাঁরা সন্তুষ্ট।
সূচি অনুযায়ী, বিশ্বকাপের প্রথম দিনেই ইডেনে ম্যাচ হওয়ার কথা ছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ ছিল ৭ ফেব্রুয়ারি। কিন্তু বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা কোনওভাবেই বিশ্বকাপ খেলবে না। যদি ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তাহলে খেলতে রাজি বাংলাদেশ। ফলে প্রশ্ন উঠছে, তাহলে বিশ্বকাপের ক'টি ম্যাচ ইডেনে হবে? সূচিতে কি বদল করা হবে বাংলাদেশের সিদ্ধান্তের পর?
এহেন ডামাডোলের মধ্যেই আইসিসির প্রতিনিধি দল বৃহস্পতিবার ইডেনে গিয়েছিলেন। মাঠ থেকে শুরু করে কর্পোরেট বক্স, দর্শকাসন এবং ইডেনের অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখে এই যৌথ প্রতিনিধি দল। সবমিলিয়ে ইডেন দেখে সন্তুষ্ট আইসিসি কর্তারা। বিশ্বকাপ আয়োজনে ইডেন অত্যন্ত সফল হবে বলেই মনে করছে আইসিসি। আশাবাদী সিএবিও। ইতিমধ্যেই ইডেনের ম্যাচগুলির টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে।
প্রশ্ন উঠছে, তাহলে বিশ্বকাপের ক'টি ম্যাচ ইডেনে হবে? সূচিতে কি বদল করা হবে বাংলাদেশের সিদ্ধান্তের পর?
বিশ্বকাপের সূচি অনুযায়ী, মোট সাতটি ম্যাচ পেয়েছে ইডেন। গ্রুপ পর্বে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ, বাংলাদেশ বনাম ইটালি, ইংল্যান্ড বনাম বাংলাদেশ, ইংল্যান্ড বনাম ইটালি, ওয়েস্ট ইন্ডিজ বনাম ইটালি ম্যাচগুলি ইডেনে হওয়ার কথা। বাংলাদেশ ভারতের মাটিতে খেলবে না বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। সেটা হলে বিকল্প দল হিসাবে স্কটল্যান্ডের বিশ্বকাপ খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হলে ইডেনে তিনটি ম্যাচ খেলবে স্কটল্যান্ড। এছাড়াও ইডেনে খেলা হবে সুপার এইটের একটি ম্যাচ, সেখানে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হতে পারে। একটি সেমিফাইনালও ইডেনে হবে, তবে সেখানে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান কোনও দলই খেলবে না।
