সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের। তৃষা-আয়ুষীদের দাপটে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ভারতের মেয়েরা। নিকি প্রসাদরা জেতেন ৯ উইকেটে। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বজয় করল ভারতের ছোটরা। গোটা টুর্নামেন্ট জুড়ে অপরাজিত ছিলেন তাঁরা।

কুয়ালা লামপুরে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ভারতীয় বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করল তারা। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে প্রোটিয়াদের। প্রথম আঘাতটি করেন শাবনাম। তারপর ভেলকি দেখান পারুনিকা-আয়ুশীরা। দুজনেই তুলে নেন ২টি করে উইকেট। অন্যদিকে ফের বিধ্বংসী বোলিংয়ে ৩টি উইকেট শিকার করেন তৃষা গোঙ্গাদি। দক্ষিণ আফ্রিকার চারজন ব্যাটার শূন্য রানে আউট হন। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে তাঁদের ইনিংস থেমে যায় মাত্র ৮২ রানে। তাঁদের সর্বোচ্চ রান মাইকে ভ্যান ভুর্স্টের (২৩)।
জবাবে একেবারেই সমস্যায় পড়তে হয়নি ভারতকে। কমলিনী (৮) রান না পেলেও তৃষার ব্যাটে ঝড় থামেনি। গোটা টুর্নামেন্ট জুড়েই অসাধারণ ফর্মে ছিলেন তিনি। এই টুর্নামেন্টের ইতিহাসে প্রথম সেঞ্চুরির রেকর্ডও গড়েন। এদিনও ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন। ৩৩ বলে করেন ৪৪ রান। অন্যদিকে যোগ্য সঙ্গ দিলেন সানিকা চালকে (২৬)। অবশেষে ৯ উইকেটে ম্যাচ জেতে ভারত। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলেন রোহিতরা। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। আর এদিন সেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই টানা দ্বিতীয়বার বিশ্বজয় ভারতের মেয়েদের।
২০২৩ সালে প্রথমবার এই টুর্নামেন্ট প্রথম আয়োজিত হয়। সেখানে চ্যাম্পিয়ন হয় ভারত। সেই দলে ছিলেন রিচা ঘোষ, তিতাস সাধুর মতো ক্রিকেটাররা। যাঁরা পরবর্তীতে ভারতীয় দলে খেলেছেন। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান শিকারী ভারতের তৃষা গোঙ্গাদি। অন্যদিকে সর্বোচ্চ উইকেট ভারতেরই বৈষ্ণবী শর্মার। দুবারের বিশ্বকাপে দুবারই চ্যাম্পিয়ন ভারত।