shono
Advertisement
IND vs AUS

প্রথম সেশনেই পড়ল ৪ উইকেট, পারথে পুরনো রোগে ধরাশায়ী ভারত

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেই প্রবল চাপের ভারত।
Published By: Anwesha AdhikaryPosted: 10:00 AM Nov 22, 2024Updated: 12:48 PM Nov 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথের গতি আর বাউন্সে ফের কুপোকাত ভারত। বরাবরের মতোই অজি পেসারদের বলের হদিশ না পেয়ে আউট হয়ে গেলেন বিরাট কোহলিরা। এক সেশনে পড়ল চার উইকেট। স্কোরবোর্ডে মাত্র ৫১ রান। সবমিলিয়ে, বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টেই প্রবল চাপের মুখে ভারত। প্রশ্ন উঠছে, 'অতিরিক্ত সাহস' দেখিয়ে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত কি আদৌ সঠিক ছিল জশপ্রীত বুমরাহর? 

Advertisement

পারথ মানেই পেসারদের স্বর্গরাজ্য। ঘাসে ঢাকা পিচে লাফিয়ে উঠবে দ্রুতগতিতে ধেয়ে আসা ডেলিভারি। সেই আগুনে বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করা ভারতের পুরনো রোগ। শুক্রবারও তার অন্যথা হল না। দেবদত্ত পাড়িক্কল,  বিরাট কোহলি, কে এল রাহুল- অজি পেসারদের বিষাক্ত ডেলিভারির জবাব দিতে পারেননি কেউই। কিছু বুঝে ওঠার আগেই আউট হয়েছেন ব্যাটাররা।

ইনিংসের তৃতীয় ওভারেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল।  আগ্রাসী শট খেলতে গিয়ে মিচেল স্টার্ককে উইকেট ছুড়ে দিয়ে আসেন ভারতীয় ওপেনার। তার পরে রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন পাড়িক্কল। ক্রিজে বেশ খানিকক্ষণ সময় কাটালেও রান করতে পারেননি। জশ হ্যাজেলউডের বলে ব্যাটের কানা লেগে ক্যাচ আউট হন পাড়িক্কল। 

পারথ টেস্টে (IND vs AUS) মাত্র ১২টি বল খেললেন বিরাট। একটি চার আসে তাঁর ব্যাট থেকে। হ্যাজেলউডের শিকার হন তিনিও। তবে সবচেয়ে বিতর্কিতভাবে আউট হয়েছেন রাহুল। স্টার্কের বলে রাহুলের ব্যাট আদৌ লেগেছিল কিনা, সেই নিয়ে তুঙ্গে জল্পনা। যেভাবে আউটের রিভিউ দেখানো হয়েছে, প্রশ্ন উঠছে সেটা কি আদৌ নির্ভুল প্রযুক্তি ছিল? তবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়তে হয় রাহুলকে। ৭৪ বল খেলে ২৬ রান করেন ভারতীয় ওপেনার। মাত্র ৫১ রানে ৪ উইকেট হারিয়ে পারথ টেস্টে ধুঁকছে ভারত। আপাতত ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ এবং ধ্রুব জুরেল।   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পারথ মানেই পেসারদের স্বর্গরাজ্য। ঘাসে ঢাকা পিচে লাফিয়ে উঠবে দ্রুতগতিতে ধেয়ে আসা ডেলিভারি।
  • ইনিংসের তৃতীয় ওভারেই আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল।  আগ্রাসী শট খেলতে গিয়ে মিচেল স্টার্ককে উইকেট ছুড়ে দিয়ে আসেন ভারতীয় ওপেনার।
  • সবচেয়ে বিতর্কিতভাবে আউট হয়েছেন রাহুল। স্টার্কের বলে রাহুলের ব্যাট আদৌ লেগেছিল কিনা, সেই নিয়ে তুঙ্গে জল্পনা।
Advertisement