shono
Advertisement
IND vs NZ

মুস্তাফিজে আপত্তি, কেন ভারতের ম্যাচে টাকা কামাচ্ছেন 'বিতর্কিত' বাংলাদেশি আম্পায়ার? ক্ষুব্ধ নেটিজেনরা

কে এই আম্পায়ার?
Published By: Arpan DasPosted: 05:58 PM Jan 11, 2026Updated: 05:58 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলে খেলার অনুমতি পাননি মুস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিয়েছে কেকেআর। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। অথচ ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের সঙ্গে জড়িয়ে এক বাংলাদেশি। বরোদায় আয়োজিত এই ম্যাচের টিভি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। যেখানে বাংলাদেশি ক্রিকেটারকে ভারতে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না, সেখানে পড়শি দেশের 'বিতর্কিত' আম্পায়ারকে কেন ম্যাচ পরিচালনার অনুমতি দেওয়া হল? প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

Advertisement

বাংলাদেশে বর্তমানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় ক্ষিপ্ত ভারত। ওপার বাংলায় মৌলবাদীদের আগ্রাসন আর ধর্মের নামে হানাহানিতে নিরাপত্তাহীনতায় ভুগছে সংখ্যালঘুরা। জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে দীপু দাসকে। এহেন পরিস্থিতিতে হিন্দুত্ববাদীরা প্রশ্ন তোলেন, সংখ্যালঘু হত্যার বিন্দুমাত্র প্রতিবাদ না করা মুস্তাফিজুরকে কেন ভারতে খেলতে দেওয়া হবে? প্রবল বিতর্কের পরে অবশেষে মুস্তাফিজুরকে এবারের আইপিএল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

তাহলে শরফুদ্দৌলা কেন খেলাবেন? অনেকে মনে করিয়ে দিচ্ছেন, ২০২৪-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে এই আম্পায়ার ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছিলেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে স্নিকোমিটারে প্রমাণ না পাওয়া গেলেও যশস্বী জয়সওয়ালকে আউট দেন তিনি। সেই সময় শরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুনীল গাভাসকর, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠানের মতো প্রাক্তনীরা। আর তিনিই কি না, ভারত-নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকা পালন করছেন। যা নিয়ে নেটিজেনদের বক্তব্য, 'এখন কেন বয়কট আন্দোলন চলছে না?' যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের ভারত থেকে টাকা উপার্জনের পথ বন্ধ করা হচ্ছে, তাহলে একই যুক্তিতে আম্পায়ারকে কেন আটকানো হবে না? তবে তাঁকে নির্বাচিত করেছে আইসিসি। ফলে এক্ষেত্রে বাংলাদেশ বোর্ডের থেকে কোনও 'নো অবজেকশন সার্টিফিকেটে'র প্রয়োজন নেই।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় জন্ম শরফুদ্দৌলার। বাংলাদেশের আমেরিকান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে মানব সম্পদ বিষয়ে এমবিএ করেছেন। ২০০০ ও ২০০১ সালের মধ্যে ঢাকা মেট্রোপলিসের হয়ে লেগ স্পিনার হিসেবে খেলতেন। ঘরোয়া ক্রিকেটে ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন। তবে ২২ গজে বিশেষ সাফল্য না পাওয়ায় মনোযোগ দেন আম্পারিংয়ে। ২০০৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পারিং দিয়ে অভিষেক ঘটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইপিএলে খেলার অনুমতি পাননি মুস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিয়েছে কেকেআর।
  • সেই নিয়ে কম বিতর্ক হয়নি। অথচ ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের সঙ্গে জড়িয়ে এক বাংলাদেশি।
  • বরোদায় আয়োজিত এই ম্যাচের টিভি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
Advertisement